Categories
বইমেলা ২০২০
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
আনন্দময়ী মজুমদারের প্রথম কাব্যগ্রন্থ ‘উন্মাদিনী, আয়’ একুশে গ্রন্থমেলায় এনেছে চৈতন্য প্রকাশন। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। পান্ডুলিপি থেকে দুটি কবিতা রইলো।
উন্মাদিনী, আয়
উন্মাদিনী, আয়,
সুধার তালাশে তোর
রাত হবে ভোর।
মা-হারা রাতে
বুকঢালা বারি আছে
ভোরের প্রপাতে।
শব্দ চেনে বাড়ি।
শব্দেরা দুয়ার খুলে
হাজার-দুয়ারি।
উন্মাদিনী, আয়,
তোর চড়ুই স্বজন।
হৃদয় জানায়
তার চাঁদ প্রয়োজন।
দেখি ঝড়জলে ভিজে যাবে
দগ্ধতার হাত।
ঘুঘুরা পাহারা দেয়
শিশুঘাতী রাত।
উন্মাদিনী, আয়,
নিরাময় মধু এনে
রাখে তোর বোন।
তার সাথে তোর আজ
রক্ষা-বন্ধন।
পলাশের খেলা
সমতলে আছে সব
শিল আর পাখি
কেউ বা ধমনী চায়
কেউ দেয় রাখী
কাকচোখে আঁকা আছে
শিকার ঠিকানা,
কেউ কেউ যেতে পারে
জালহীন ডানা
শূন্যতা আবডালে
তীর বুনে যায়
বেহালা-বাদক সেজে
রাগ সাহানায়
জল পোড়ে ছাই ওড়ে
থাকে যদি শেষ
পলাশের খেলা নিয়ে
ঘুমানোর দেশ।
উন্মাদিনী, আয়
চৈতন্য প্রকাশন
প্রচ্ছদ রাজীব দত্ত
স্টল নং ২৫০-২৫১