আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
প্রতি বছর-ই আমি পছন্দের তরুণ কবিদের কবিতার বই সংগ্রহ করি সাধ্য মতো। সব সময় হয়ত হয়েও ওঠে না। এ বছরেও অনেকের বই কিনেছি। অর্কায়ন বসুর বইটি কিনতে চেয়েছিলাম। ও কিছুতেই কিনতে দিল না। প্রথম বই উপহার দিল। উপহার পেতে কার না ভালো লাগে। কিছু আগে ছাদে বসে পড়েও ফেললাম। ছোট্ট বই, বেশি সময় লাগার কথা নয়। তবু আমি সময় নিয়ে একাধিক বার পড়লাম কবিতাগুলি। এই লেখাগুলি মগ্নপাঠ দাবি করে। মেধা মনন ও আবেগের সংমিশ্রনে গড়ে ওঠা নিজস্ব এক স্বরের কবিতাগুলি । প্রতিটি লেখাই কম-বেশি ভালো লেগেছে তথাপি নাম কবিতা “কর্কট রাশির জাতক “সবচেয়ে বেশি পাঠের আনন্দ দিয়েছে। অর্কায়ন চিত্রকল্প ও দৃশ্যকল্প নির্মানে দক্ষ কবি। রহস্যময়তার হলুদ একটা টোনে আঁকা প্রতিটি পংক্তি। নিজেকে নিবিড় মন্থন এসব। টানা গদ্যে লেখা কবিতা শরীরে ছড়িয়ে রয়েছে পালকের মতো নরম পংক্তি। যা থেকে ভেসে ওঠে ‘শরীরে খয়েরি অসুখ’। ‘পিয়ালি রঙের আলো’র পাশে ‘অন্ধ সেই বাথটাব -‘কে দেখি।’ বাদামি সন্ধের গায়ে’ শুনি ‘পিয়ানোয় বাজছে একটা সার্কাস’। ‘লোকটা মুছে যাচ্ছে আয়নায়’ আমার মতোই। কী অপূর্ব ভাবনা- চয়ন ‘শাদা পদ্ম ফুটে আছে নেমপ্লেটে’। সারাজীবন এভাবেই পদ্মফুটে থাকুক কবির নেমপ্লেটে– লালপদ্ম, নীলপদ্মের প্রমিত অভিমান থাক। প্রেম থাক কৃষ্ণচূড়ার সহজ সারল্যে। কবিতা তো অনুভবের, আত্মপাঠের। শীতের দুপুরে ছাদে বসে রোদে পিঠ দিয়ে অর্কায়নের কবিতা পড়তে পড়তে কী যে এক অনুভূতি হ’ল আমার , তা ব্যাখ্যাতীত। প্রথম বই এবং সার্থক। অর্কায়ন আরো লিখুক। ‘আলো- আলো ভোরে’র দিকেই এগিয়ে যাক ‘ কর্কট রাশির জাতক’।
চমৎকার প্রচ্ছদ শুভদীপ সেনশর্মার। মুগ্ধ করে রাখে। ছাপাও খুব সুন্দর। এমন সুন্দর একটি প্রকাশনার জন্য রোদরং প্রকাশনকে ধন্যবাদ জানাই। বন্ধুদের বলব, প্রকৃত অর্থে যাঁরা কবিতা যাপন করেন বা করতে চান এই বইটি পড়ুন।
কবি , গল্পকার ও প্রাবন্ধিক । জন্ম-কর্ম ও বেড়ে ওঠা উত্তর ২৪ পরগনার হাবড়াতে । পড়াশুনো হাবড়া হাই স্কুলে। শ্রীচৈতন্য মহা বিদ্যালয়ে কলেজ জীবন । বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর । পেশায় গৃহশিক্ষক , নেশায় লেখক । কিছু কবিতা , ছোটগল্প , অণুগল্প ও প্রবন্ধের বই প্রকাশিত । এখনো পর্যন্ত প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২৫টি । সম্প্রতি প্রকাশিত হয়েছে কাব্যোপন্যাস ” পাখি-যাপনের জার্নাল ” । ২০১৯ এ প্রকাশিত গল্পগ্রন্থ ” বিষাদ-সুন্দরী ও লালপদ্ম ” গল্পগ্রন্থের জন্য পেয়েছেন ” অনিলা দেবী সাহিত্য সম্মান ” । এছাড়াও পেয়েছেন বনলতা সেন কাব্যগ্রন্থ পুরস্কার , সুতরাং সাহিত্য সম্মান , টেগোর ভিলেজ সাহিত্য পুরস্কার সহ আরো কিছু পুরস্কার ও সম্মান । ১৯৯৬ সাল থেকে সম্পাদনা করে আসছেন ‘ অবগুণ্ঠন সাহিত্যপত্র’টির । প্রকাশিত হয়েছে নির্বাচিত কবিতা ” নির্বাচিত ১০০” । মূলত লিটিল ম্যাগাজিনের লেখক বলতেই গর্ববোধ করেন । তবে বেশ কিছু বানিজ্যিক কাগজেও লিখেছেন । অণুগল্পের বই ” ছক্কুমামা , কর্নেল কাপুর ও অন্যান্য গল্প ” যথেষ্ট জনপ্রিয় ।
Related