বইমেলা ২০২০
বইমেলা ২০২০ এ নতুন কি বই আসছে জানতে চাইলে কবি,কথাসাহিত্যিক ও প্রচ্ছদ শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য জানালেন-
গল্পের তৃতীয় সংকলন ‘ফুলের অসুখ’। ৯৬ পৃষ্ঠা বইয়ে একটা ছবিগল্প-সহ থাকছে মোট ৮ টা গল্প। Agamee Prakashani থেকে প্রকাশিত বইটি বইমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রকাশনীর প্যাভিলিয়নে। Pavilion no 1 দাম: ২২৫ টাকা। প্রচ্ছদ : লেখককৃত
কবিতা লেখকের জার্নাল
এতদিন কবিতা নিয়ে বিচ্ছিন্নভাবে নানা সময় নানা জায়গায় যা ভেবেছি, বলেছি, করেছি, লিখেছি তার সারাংশ এই মুক্তগদ্যের বই। বইটাকে কবিতা ভাবনা বলা যেতে পারে। পৃষ্ঠা সংখ্যা ৯৬। প্রকাশক চন্দ্রবিন্দু প্রকাশন। বের হবে বইমেলা ২০২০-এ। মেলার ১ম দিন থেকেই প্রকাশনীর ৬০৭ নম্বার স্টলে। দাম ২০০ টাকা প্রচ্ছদ : লেখককৃত
আমি এবং গেওর্গে আব্বাস
আত্মবিধ্বংসী ক্ষণজন্মা কবি Delower Hossain Monju (১৯৭০-২০১৮) ও তার কবিতা সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞান, কথার স্মৃতিকথা, তার সঙ্গে আমার ঝগড়া-বিবাদ, বিলাপ-আলাপ ও স্বপ্নচারিতা নিয়ে ৯৬ পৃষ্ঠার এই বই। এককথায় বলতে গেলে এটাকে কবিতা বিষয়ক মুক্তগদ্য বলা চলে। ফলত বইমেলার দ্বিতীয় সপ্তাহ থেকে বইটা চৈতন্য প্রকাশনীর স্টলে পাওয়া যাবে।
উদ্ভিদ ও বৃন্দাবনী
ধরন : কব্তিা। প্রথম প্রকাশ : জানুয়ারি ২০১৯, কলকাতা বইমেলা। দ্বিতীয় সংস্করণ : মার্চ ২০১৯। প্রকাশক : ঐহিক প্রকাশনী, পশ্চিমবঙ্গ, ভারত। পাওয়া যাবে ঢাকা ও কলকাতার বইমেলায় ঐহিকের টেবিলে
কুসুমকুমার
ধরন : মুক্তগদ্য, প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৯, আগামী প্রকাশনী, ঢাকা। Agamee Prakashani থেকে প্রকাশিত বইটি বইমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রকাশনীর প্যাভিলিয়নে। Pavilion no 1 দাম : ২০০ টাকা। প্রচ্ছদ : লেখককৃত
আকাশ ফুরিয়ে যায়
ধরন : মুক্তগদ্য, প্রথম প্রকাশ, ফেব্রুয়ারি ২০১৭, চৈতন্য প্রকাশনী
রাজহাঁস যেভাবে মাছ হয়
ধরন : গল্প, প্রথম প্রকাশ, ফেব্রুয়ারি ২০১৬, চৈতন্য প্রকাশনী।
নির্ঝর নৈঃশব্দ্য। জন্ম: ২৪ আগস্ট ১৯৮১, চকরিয়া, কক্সবাজার, বাঙলাদেশ। লেখালেখি আর ছবি আঁকাই মূল কাজ। পড়াশোনা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চিত্রকলা। বইয়ের সংখ্যা: ১৬ টি।
বই :
‘পাখি ও পাপ’ (২০১১, কবিতা),
‘শোনো, এইখানে বর্ষাকালে বৃষ্টি হয় (২০১১, মুক্তগদ্য),
ডুবোজ্বর (২০১২, গল্প),
কাপালিকের চোখের রং’ (২০১৩, কবিতা),
‘পুরুষপাখি’ (২০১৪, মুক্তগদ্য),
‘আরজ আলী : আলো-আঁধারির পরিব্রাজক’ (২০১৫, প্রবন্ধ),
‘মহিষের হাসি’ (২০১৫, কবিতা),
‘রাজহাঁস যেভাবে মাছ হয়’ (২০১৬, গল্প),
‘আকাশ ফুরিয়ে যায়’ (২০১৭, মুক্তগদ্য),
‘হুহুপাখি আমার প্রাণরাক্ষস’ (২০১৭, কবিতা),
‘উদ্ভিদ ও বৃন্দাবনী’ (২০১৯, কবিতা, ভারত থেকে প্রকাশতি),
‘কুসুমকুমার’ (২০১৯, মুক্তগদ্য),
ফুলের অসুখ (২০২০, গল্প),
কবিতালেখকের জার্নাল (২০২০, মুক্তগদ্য),
আমি ও গেওর্গে আব্বাস (২০২০, মুক্তগদ্য),
সম্পাদিত বই :
‘ওঙ্কারসমগ্র : বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণের শ্রুতিলিপি’ (২০১৭)।
সম্পাদিত ছোটোকাগজ :
‘ মুক্তগদ্য’ (২০১১ থেকে) ।
সম্পাদিত অনলাইন :
www.kothaboli.com