শিলাবতী উপত্যকার লোকায়ত প্রত্নজীবন
শিলাবতী উপত্যকার লোকায়ত প্রত্নজীবন
সুপ্রকাশ
রামামৃত সিংহ মহাপাত্র
মূল্য-১৫০ টাকা
পেশায় শিক্ষক রামামৃত গল্প লেখেন। গল্পলোক নামে একটি বই অতি যত্নে বের করেন। তবে তাঁর প্রবন্ধের এই বইখানি যে গবেষকদের কাজে আসবে সে কথা বলাই বাহুল্য। সুপ্রকাশ প্রকাশনার অঞ্চল চর্চার অন্যতম গ্রন্থ এবারের এই বইটি। দয়াময় বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছদটিও অসামান্য, বলাই বাহুল্য। বইটি পশ্চিমবাংলার গর্ব শিলাবতী নদীর উত্স থেকে শুরু। নিবিষ্ট অনুধাবনে বোঝা যায় নিছক প্রত্নতত্ত্ব নয় শিলাবতী নামে আপাত স্বল্পখ্যাত নদীটিকে ঘিরে তার উপত্যকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একসময় গড়ে ওঠা এক অতি প্রাচীন মানববসতি এবং সেইসঙ্গে রয়েছে লোকায়ত প্রত্নজীবনও। নদীর সঙ্গে মানবসভ্যতার বিকাশ নতুন নয়। নদীর কাছে মানুষ চিরকাল ঋণী। কিন্তু নদীর পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নরাজি? সময়ের দলিল, মানুষের শিল্প, সভ্যতা সংস্কৃতি সবকিছুকেই তুলে ধরতে চেয়েছেন তিনি। সেই সঙ্গে রয়েছে তদানীন্তন বাংলায় জৈনধর্মের বিস্তারলাভের কথাও। তিনি না জানালে আমরা জানতামও না যে শীলাবতী নদীর উৎস স্থলে রয়েছে মা শীলাবতীর অনন্য এক পাথরের মূর্তি। শীলাবতী নামে এক কন্যার লৌকিক কিংবদন্তী। অথবা এই নদী কে ভিত্তি করে বাণিজ্য বিস্তার লাভের কথা। তাম্রলিপ্ত বন্দরে খুঁজে পাওয়া প্রাচীন মুদ্রা সেসবের স্বাক্ষর।
এই অঞ্চলের লৌকিক দেবদেবীদের অদ্ভূত সব নামের উল্লেখ রয়েছে বইটিতে। এছাড়া কোন্ তিথিতে কি নৈবেদ্য দিয়ে এইসব দেবদেবীর পুজো হত অথবা কিভাবে তাদের পুজো, কারা করতেন সে বিষয়ের ওপরেও আলোকপাত করেছেন রামামৃত। আঞ্চলিক দেবীকথা ছাড়াও উল্লেখযোগ্য হল শিলাবতী উপত্যকার প্রধান দেবী অম্বিকা বা মা দুর্গা নিয়ে বিস্তর আলোচনা। লেখক এক অসামান্য মেলবন্ধন খুঁজেছেন এ অঞ্চলের প্রাচীন জৈন ধর্মের সঙ্গে চিরাচরিত হিন্দুধর্মের। তাই বুঝি বাঁকুড়ার শিব শান্তিনাথ এবং ষোড়শ জৈন তীর্থঙ্কর শান্তিনাথ দুই সংস্কৃতির ধারক ও বাহক হয়ে আজো বয়ে চলেছে শিলাবতীর ফল্গুধারায়। এছাড়াও দক্ষিণ পশ্চিমে রাঢ়ের এই উপত্যকার আদিবাসীদের সংস্কৃতির কথাও স্থান পেয়ে বইটিকে আরো সমৃদ্ধ করেছে। নির্ভুল বানান, ঝকঝকে প্রিন্ট এবং বেশ কয়েকটি রঙীন ছবি বইটিতে অন্য মাত্রা যোগ করেছে।

উত্তর কলকাতায় জন্ম। রসায়নে মাস্টার্স রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। বিবাহ সূত্রে বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা। আদ্যোপান্ত হোমমেকার। এক দশকের বেশী তাঁর লেখক জীবন। বিজ্ঞানের ছাত্রী হয়েও সাহিত্য চর্চায় নিমগ্ন। প্রথম গল্প দেশ পত্রিকায়। প্রথম উপন্যাস সানন্দা পুজোসংখ্যায়। এছাড়াও সব নামীদামী বাণিজ্যিক পত্রিকায় লিখে চলেছেন ভ্রমণকাহিনী, রম্যরচনা, ছোটোগল্প, প্রবন্ধ এবং ফিচার। প্রিন্ট এবং ডিজিটাল উভয়েই লেখেন। এ যাবত প্রকাশিত উপন্যাস ৫ টি। প্রকাশিত গদ্যের বই ৭ টি। উল্লেখযোগ্য হল উপন্যাস কলাবতী কথা ( আনন্দ পাবলিশার্স) উপন্যাস ত্রিধারা ( ধানসিড়ি) কিশোর গল্প সংকলন চিন্তামণির থটশপ ( ধানসিড়ি) রম্যরচনা – স্বর্গীয় রমণীয় ( একুশ শতক) ভ্রমণকাহিনী – চরৈবেতি ( সৃষ্টিসুখ) ২০২০ তে প্রকাশিত দুটি নভেলা- কসমিক পুরাণ – (রবিপ্রকাশ) এবং কিংবদন্তীর হেঁশেল- (ধানসিড়ি)।অবসর যাপনের আরও একটি ঠেক হল গান এবং রান্নাবাটি ।