Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

বোলিং করছে বাংলাদেশ দলে নেই লিটন

Reading Time: < 1 minute

বাংলাদেশ নিজেদের প্রথম বিশ্বকাপে ১৯৯৯ সালে এই ক্লনটার্ফে ম্যাচ খেলেছিল। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। তারকা ব্যাটিং-বোলিং নিয়ে রুদ্র মূর্তির দল তখন ওয়েস্ট ইন্ডিজ। তবে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে বাংলাদেশের সেই ঐতিহাসিক জয়ের পর পরিস্থিতি বদলেছে।

ওয়েস্ট ইন্ডিজ এখনও ভয়ঙ্কর দল। তবে বাংলাদেশ জিততে শিখেছে তাদের বিপক্ষে। হোক সেটা তাদের ঘরের মাঠে, নিজেদের মাঠে কিংবা পরের মাঠে। ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ অবশ্য স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে। নিজেদের দিনে তারা এখনও অন্যতম সেরা দল সেটা বুঝিয়ে দিয়েছে। তার আগে ঘরের মাঠে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ দল ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছে তারা।

বাংলাদেশ দলকে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে তাই উড়ন্ত ওই ওয়েস্ট ইন্ডিজকে থামাতে হবে। সেই ম্যাচে বাংলাদেশ টস হেরে প্রথমে ম্যাচে বোলিং পেয়েছে। উইন্ডিজের ক্যাম্পবেল-হোপদের সামনে মাশরাফিদের প্রথমে করতে হবে বোলিং।

বাংলাদেশ দল এ ম্যাচে তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে। একাদশে জায়গা পাননি লিটন দাস। তার বদলে তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। স্পিন আক্রমণে আছেন সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজ। পেস বোলিং আক্রমণে মাশরাফি, সাইফউদ্দিন এবং মুস্তাফিজকে রাখা হয়েছে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দল: শেন ডউরিচ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, সুনীল আমব্রিস, আসলি নার্স, জেসন হোল্ডার, কেমার রোচ, শেলডম কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>