ব্রেকআপের পরে (পর্ব-৭)
কতদিন কোন সম্বোধনে ডাকো না। কতদিন ‘ভালোবাসি’ জেনেও ক্ষতর উপরে রাখো হাত। সকাল ঘনিয়ে ওঠে মুম্বাই শহরের বুকে। এ শহরে প্রথম তোমার হাত ধরা দুরুদুরু। প্রথমবার লজ্জাটুকু পার করে ফেলা। আমার চিঠিরা উড়ে বেড়ায় , উত্তর ডানায় বেঁধে কোন একটি ফুল টুপ করে ঝরে পড়েনা। কোচরে রেখেছি কিছু যন্ত্রণা, যারা শুশ্রূষার একটি আঙুলের প্রত্যাশায় কবে থেকে তাকিয়ে। তোমাকে এড়িয়ে যাওয়ার পরিপন্থী মরসুমী হাওয়া।চোখ মুছে কাজ করে যাওয়া যে অদৃষ্ট লিখেছে, তাকে আমি ঘৃণা করি মনে মনে। এখানে জমেছে কিছু বরষার মেঘ, রঙিন বুদবুদ কিছু নিবে যাওয়ার আগে ছুঁয়ে দাও অনিমেষ, সে পরিত্রাণটুকু নিয়ে শেষবারের মতো মৃত্যুঘুম লিখে যাক।
প্রেমিকের এপিটাফ ও কবিতা হয়।
.
জন্ম ২১ মার্চ,১৯৭৮। নৃবিদ্যায় স্নাতকোত্তর। ছোট বড় লিটিল ম্যাগাজিন থেকে বিভিন্ন সংবাদপত্র, পত্রিকা ও ওয়েবজিনে নিয়মিত লিখেন। আবৃত্তি ও উপস্থাপনায় সমান জনপ্রিয়।