মজাদার বাংলা বলা বোরজা ইয়াঙ্কি কানাডার যুবক
বোরজা ইয়াঙ্কি। নামটা শুনলে সবাই হয় তো বুঝবেন না। কিন্তু, তাঁর ছবিটা দেখালেই কিন্তু অনেকেই চিনে যাবেন। বিশেষত অল্পবয়সী নেটিজেনদের মধ্যে এখন ফেসবুকে বেশ জনপ্রিয় বোরজার।
মূলত হাসিভরা মুখের জন্য সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় বোরজা। এক গাল হাসি নিয়ে কোনও মজার কথা বলেন বিভিন্ন ভিডিয়োতে। আর তাতেই মশগুল নেট দুনিয়া।
ইদানিং এই অল্পবয়সী ইউটিউবারের নতুন করে জনপ্রিয়তা তুঙ্গে বাঙালি নেটিজেনদের মধ্যে। আর তা হবে নাই বা কেন? এবার যে সেই মজাদার বাচনভঙ্গিতেই বাংলা বলছেন বোরজা!
বোরজার বাংলা বলার ভিডিয়ো দেখে হেসে কুটোপাটি নেটিজেনরা। কখনও তাঁকে বলতে শোনা যাচ্ছে ফুচকার মতো কোনও খাবারের নাম।
আবার কখনও তাঁকে মাহফুজুর রহমানের গভীর আবেগময়ী লাইনও বলতে দেখা যাচ্ছে হাসিমুখে, মজাদার ভঙ্গিতেই। আর তাতেই মজেছে জেন ওয়াই থেকে জেন এক্স।
চলতি সপ্তাহে বোরজার এমনই এক বাংলা বলার ভিডিয়ো ভাইরাল হয়েছে ফেসবুকে। বুধবার পর্যন্ত প্রায় ৩০ লক্ষ ভিউ হয়েছে ভিডিয়োটিতে। শেয়ারের সংখ্যা জানেন? ৫৪ হাজার। তার সঙ্গে ১৫ হাজার কমেন্ট। বলাই বাহুল্য বেশিরভাগই বাঙালি। অনেকেই বিভিন্ন প্রবাদবাক্য বলে শোনানোর জন্য অনুরোধের আসর বসিয়েছেন কমেন্ট সেকশনে।
কানাডাবাসী বোরজা বাংলা জানলেন কী করে? অনেকেই এই প্রশ্ন করতে থাকেন। পরে অবশ্য জানা যায় তাঁর পরিচিত এক প্রবাসী বাংলাদেশী যুবকই তাঁকে টুকটাক বাংলা শেখাচ্ছেন। আর তাতেই বেশ মজা পেয়েছেন বোরজা।
বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্যে ইরাবতী নিউজ ডেস্ক। খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য সহ নানা বিষয়ে ফিচার ও বিশ্লেষণ।