| 29 মার্চ 2024
Categories
খবরিয়া

পর্তুগালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদেনিহত ২৮ জার্মান পর্যটক

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

পর্তুগালে জার্মান পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বুধবার পর্তুগিজ দ্বীপ মাদেইরাতে এই দুর্ঘটনা ঘটেছে। এতে আরও অন্তত ২৮ জন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
দেশটির জাতীয় বার্তা সংস্থা লুসা জানায়, কানিকো শহরের কাছে স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। একটি জংশনে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা খাদে পড়ে উল্টে যায়।

স্থানীয় মেয়র ফিলিপ সৌসা বলেন, যা ঘটেছে তা বর্ণনার জন্য কোনও শব্দ নেই আমার কাছে। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করতে পারছি না।

মেয়র জানান, বাসটিতে বেশিরভাগ যাত্রী জার্মান পর্যটক ছিলেন। তবে হতাহতদের মধ্যে স্থানীয় মানুষেরাও থাকতে পারেন। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও ১৭ জন নারী। বাসটিতে ৫৫ জন যাত্রী ছিলেন বলে খবর পাওয়া গেছে।

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সৌসা ঘটনাস্থল পরিদর্শনে দ্বীপটিতে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী অ্যান্থনিও কোস্তা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলকে শোকবার্তা পাঠিয়েছেন।

এর আগে ২০০৫ সালে মাদেইরাতে সড়ক দুর্ঘটনায় ৫ ইতালীয় পর্যটক নিহত হয়েছিলেন।

কৃতজ্ঞতা : বাংলা ট্রিবিউন

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত