Categories
কান উৎসবে যোগ দিতে অ্যাপার্টমেন্ট ছেড়েছেন প্রিয়াংকা চোপড়া
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
বলিউড সেলিব্রেটিদের মাঝে এখন কান চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার তাড়া। চলচ্চিত্র তারকাদের সবচেয়ে বড় এই মিলন মেলায় যোগ দিতে সবাই প্রস্তুতি নিচ্ছেন । প্রতিবছর ভারত থেকে ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুড়, দীপিকা পাডুকোন,ক্যাটরিনা কাইফ এবং হুমা কুরেশি কান উৎসবে অংশ নেন। এবছর বলিউড টাউন থেকে আরও দুই নারীর অভিষেক হতে যাচ্ছে। বিশ্বব্যাপী সেনসেশান প্রিয়াংকা চোপড়া এবং পারমানু অভিনেত্রী ডায়ানা পন্টি এবছর কানের লাল গালিচায় পা রাখতে যাচ্ছেন। কান উৎসবে যোগ দিতে ইতিমধ্যেই লাগেজ নিয়ে নিজের অ্যাপার্টমেন্ট ছেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই ছবি ইনস্টাগ্রামে পোষ্টও করেছেন তিনি।
.
কথাসাহিত্যিক