কান উৎসবে যাচ্ছে যেসব সিনেমা

Reading Time: 2 minutes

ফ্রান্সের রাজধানী প্যারিসে ঘোষণা হলো কান চলচ্চিত্র উৎসবের তালিকায় থাকা ছবিগুলোর নাম । গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচিত ছবিগুলোর নাম ঘোষণা করেন কান ৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো ও উৎসব সভাপতি পিয়েরে লেসকিউ।

কান এর ৭২ তম আসর শুরু হবে আগামী ১৪ মে। উদ্বোধনী দিনে দেখানো হবে মার্কিন নির্মাতা জিম জারমাশের জম্বি সিনেমা ‘দ্য ডেড ডোন্ট ডাই’। এবার প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান থাকছেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। দক্ষিণ ফরাসি উপকূলের শহরে উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। এবারের পোস্টার সাজানো হয়েছে প্রয়াত নির্মাতা আনিয়েস ভারদার প্রথম ছবির শুটিংয়ে তোলা একটি স্থিরচিত্র দিয়ে। ভারদা মারা গেছেন সম্প্রতি।

প্রতিযোগিতা বিভাগ
* দ্য ডেড ডোন্ট ডাই (জিম জারমাশ, উদ্বোধনী ছবি)
* পেইন অ্যান্ড গ্লোরি (পেদ্রো আলমোদোভার)
* দ্য ট্রেইটর (মার্কো বেলোচ্চিও)
* প্যারাসাইট (বন জুন হো)
* ইয়াং আহমেদ (জ্যঁ-পিয়ের দারদেন ও লুক দারদেন)
* ওহ মার্সি! (আহনু দিপ্লোশাঁ)
* দ্য ওয়াইল্ড গুজ লেক (ডিয়াও ইনান)
* আটলান্টিক (মাটি ডিওপ)
* ম্যাথিয়াস অ্যান্ড ম্যাক্সিম (হাভিয়ার দোলান)
* লিটল জো (জেসিকা হজনার)
* সরি উই মিসড ইউ (কেন লোচ)
* লে মিসারেবলস (লেজ লি)
* অ্যা হিডেন লাইফ (টেরেন্স মালিক)
* বাকুরাউ (ক্লেবার মেনদোসা ফিলো ও জুলিয়ানো দোরনেলিস)
* দ্য হুইজলারস (কর্নেলিউ পরমবয়ু)
* ফ্রাঙ্কি (আইরা সাকস)
* পোট্রেট অব দ্য ইয়াং গার্ল ইন ফায়ার (সেলিন সিয়ামা)
* ইট মাস্ট বি হ্যাভেন (ইলিয়া সুলেমান)
* সিবল (জাস্টিন ত্রিয়েত)

আঁ সার্তে রিগা
* ইনভিজিবল লাইফ (করিম আইনুজ)
* ইভিজিই (নারিমান অ্যালাইভি, প্রথম ছবি)
* বিনপোল (কান্তেমির বালাগভ)
* দ্য শোয়ালোজ অব কাবুল (জেবু ব্রেতমান ও ইলিয়া গোবি ম্যাভেলেক)
* অ্যা ব্রাদার’স লাভ (মনিয়া শকরি, প্রথম ছবি)
* দ্য ক্লাইম্ব (মাইকেল কভিনো, প্রথম ছবি)
* জোয়ান অব আর্ক (ব্রুনো দুমো)
* রুম ২১২ (ক্রিস্তফ নোরে)
* অ্যা সান দ্যাট নেভার সেটস (অলিভার লাক্স, প্রথম ছবি)
* পোর্ট অথরিটি (ড্যানিয়েল লেসোভিৎজ, প্রথম ছবি)
* পাপিশা (মুনিয়া মেদুর)
* জু রেন মি মি (মিদি জি)
* লিবার্টি (আলবার্ট চেরা)
* বুল (অ্যানি সিলভারস্টাইন, প্রথম ছবি)
* অ্যাডাম (মরিয়ম তুজানি)
* সামার অব চ্যাংশা (জু ফেঙ, প্রথম ছবি)

আউট অব কম্পিটিশন
* দ্য গুড টাইমস (নিকোলা বেদোস)
* রকেটম্যান (ডেক্সটার ফ্লেচার)
* ডিয়েগো ম্যারাডোনা (আসিফ কাপাডিয়া)
* দ্য বেস্ট ইয়ারস অব অ্যা লাইফ (ক্লদ ল্যঁলুশ)
* টু ওল্ড টু ডাই ইয়াং-নর্থ অব হলিউড, ওয়েস্ট অব হেল (নিকোলাস উইন্ডং রেফন)

মিডনাইট স্ক্রিনিংস
* দ্য গ্যাংস্টার, দ্য কপ, দ্য ডেভিল (লি ওন-তায়ে)

স্পেশাল স্ক্রিনিং
* ফর সামা (ওয়াদ আল কাতিব ও এডওয়ার্ড ওয়াটস)
* শেয়ার (পিপা বিয়াংকো , প্রথম ছবি)
* বি লিভিং অ্যান্ড নলেজ (আলা ক্যাভালিয়ের)
* টমাসো (আবেল ফেরেরা)
* ফ্যামিলি রোম্যান্স, এলএলসি (ভেরনার হার্জগ)

 

 

 

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>