| 27 নভেম্বর 2024
Categories
খবরিয়া খেলাধুলা ফুটবল

লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

শিরোপা প্রায় নিশ্চিতই করে রেখেছিলো বার্সেলোনা। গাণিতিক পরিসংখ্যানে সেই নিশ্চিত হওয়াটা আনুষ্ঠানিক হওয়া ছিলো বাকি। অবশেষে লেভান্তের বিপক্ষে ১-০ গোলে জিতে লা লিগায় ২৬তম শিরোপা ঘরে তুলতে যাচ্ছে কাতালানরা।

এমন ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিলো লিওনেল মেসিকে। বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ হওয়ায় এমনটি করার পক্ষে ছিলেন বার্সা কোচ ভালভারদে। কিন্তু মেসিকে বসিয়ে রাখলে যে বার্সার শিরোপা আজ নিশ্চিত হতো না তা নিজেই প্রমাণ করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। হাফ টাইমে মাঠে নেমে ৬২ মিনিটে করেন ম্যাচটি একমাত্র গোল। তার লিগের ৩৪তম গোলই শিরোপা নিশ্চিত করে দেয় বার্সার।

অবশ্য লেভান্তেও যে বার্সা রক্ষণে হানা দিয়ে তাদের বিব্রত করেনি এমনটি নয়। তাতে অবশ্য লক্ষ্য ভেদ হয়নি। কিন্তু তিন পয়েন্ট নিয়েই ব্যাক টু ব্যাক শিরোপা নিশ্চিত করেছে কাতালানরা। ১১ বছরে যা অষ্টম।

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত