| 29 মার্চ 2024
Categories
শিশুতোষ

বৃষ্টির ছড়া

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

রুপুর জল

ঝম ঝমা ঝম মুষলধারে
বৃষ্টি পড়ে
কাকের ছানার ভিজতে গিয়ে
দৃষ্টি নড়ে l

ঝরনা ধারায় রাঙা টিয়ার
রঙিন ঠোঁটে
বৃষ্টি জলে শাপলা কুঁড়ির
দীপ্তি ফোটে l

বৃষ্টি ঝরে ঝিরঝিরিয়ে
লেবুর তলায়
হাঁসের ছানার প্যাঁক প্যাঁকানি
পুকুর জলায় l

কদম ফুলের কদর বাড়ে
বৃষ্টি পড়ে
পুতুল বিয়ের বর চলেছে
ঘোড়ায় চড়ে l

 

বৃষ্টি পড়ে ইস্টিশানে

বৃষ্টি পড়ে ইস্টিশানে
বৃষ্টি লতায় পাতায়
বৃষ্টি এসে আদর বোলায়
খুকির রঙিন ছাতায়।

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বৃষ্টি টিনের চালে
বৃষ্টি এসে চুম দিয়ে যায়
শাপলা ফুলের গালে।

বৃষ্টি পড়ে নদীর বুকে
বৃষ্টি বালি কণায়
বৃষ্টি দিনে ব্যস্ত খোকন
কাগজ নৌকো বোনায়।

বৃষ্টি পড়ে নাগর দোলায়
বৃষ্টি পুতুল ঘরে
বৃষ্টি জলের দস্যিপনায়
খুশির জোয়ার ঝরে।

 

 

বৃষ্টি পড়ে

ঝম ঝমা ঝম মুষলধারে
বৃষ্টি পড়ে
কাকের ছানার ভিজতে গিয়ে
দৃষ্টি নড়ে l

ঝরনা ধারায় রাঙা টিয়ার
রঙিন ঠোঁটে
বৃষ্টি জলে শাপলা কুঁড়ির
দীপ্তি ফোটে l

বৃষ্টি ঝরে ঝিরঝিরিয়ে
লেবুর তলায়
হাঁসের ছানার প্যাঁক প্যাঁকানি
পুকুর জলায় l

কদম ফুলের কদর বাড়ে
বৃষ্টি পড়ে
পুতুল বিয়ের বর চলেছে
ঘোড়ায় চড়ে l

 

 

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত