চকলেট সিঙ্গারা
কিভাবে বানাবেন চকলেট সিঙ্গারা
সাধারণত সিঙাড়া উত্তর ভারতের একটি এটি জনপ্রিয় জলখাবার। এবার সেই সিঙ্গারা পেয়ে যাবেন চকলেটের স্বাদে। চকলেটের পুর ভরা এই সিঙ্গারা অবশ্যই আপনার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের ভালো লাগবে। যেকোনো উৎসবে এই রেসিপি যোগ করবে আনন্দের আলাদা মাত্রা। এক পার্টিতে মিষ্টি স্বাদের সিঙ্গারা তৈরী করে আপনি আপনার আত্মীয় ও পরিজনদের চমকে দিতে পারেন। ঝাল ঝাল পুরের বদলে আপনার সিঙ্গারায় থাকবে নরম চকলেট ও ড্ৰাই ফ্রুটের পুর। আর ওপরটা হবে মচমচে।
চকলেট সিঙ্গারার উপকরণ
- মোড়কের জন্য:
- ১ কিলোগ্রাম ময়দা
- ৩৫০ গ্রাম দেশি ঘি
- ১০ গ্রাম বড়ো এলাচ
- পুরের জন্য:
- ৫০০ গ্রাম চকলেটের টুকরো
- ২৫০ গ্রাম আমন্ড , রোস্টেড
- ২৫০ গ্রাম কাজু , রোস্টেড
- ১০০ গ্রাম পেস্তা , রোস্টেড
- ১ কিলোগ্ৰাম চিনি
- ২.৫ গ্রাম গুঁড়ো গরম মশলা
- পরিমানমত ভাজার জন্য তেল
চকলেট সিঙ্গারা কিভাবে তৈরী করবেন
- ময়দা, দেশি ঘি এবং এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। ময়দার সাথে ঘি যেন খুব ভালো করে মিশে যায়, সেদিকে খেয়াল রাখবেন।
- পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে ফেলুন। আপনার মোড়কের উপাদান প্রস্তুত। এবার ঢাকা দিয়ে একদিকে রেখে দিন।
- এবার পুর তৈরী করার জন্য প্রথমে চকলেট গলিয়ে নিন, তার সাথে ড্ৰাই ফ্রুটস গুলো মেশাতে শুরু করুন।
- এবার ময়দার তৈরী মন্ড দিয়ে ছোট ছোট বল বানিয়ে নিন, প্রতিটা বলে যেন ৩০ গ্রাম মতো থাকে। এবার পাতলা পাতলা লুচির মতো বেলে ফেলুন।
- লুচি গুলি মধ্যে মাঝখান দিয়ে কেটে নিন, এমন করে মুড়ে নিন যাতে ভেতরে পুর ভরতে পারেন।
- এবার পুর ভরে জল হাত দিয়ে ভালো করে মুখ বন্ধ করুন, যাতে কোনো ভাবেই ফেটে না যায়।
- একটা করে বানিয়ে প্লেটের ওপর রাখতে শুরু করুন।
- প্রতিটা সিঙ্গারা তৈরির সময় যখন মুখ বন্ধ করবেন তখন খুব সচেতন ভাবে দেখুন, যাতে কোনো ভাবেই ভাজার সময় ফেটে না যায়।
- আপনার সিঙ্গারা গড়ার কাজ শেষ।
- এবার মধ্যম আঁচে একটা পাত্রে তেল গরম করুন।
- এবার তেলে আপনার বানানো সিঙ্গারা গুলি ছাড়তে শুরু করুন, ডুবো তেলে ভাজতে হবে। সোনালী করে ভেজে নিতে ভুলবেন না।
- আধ ভাজা হওয়ার পরে আপনি আঁচ একটু বৃদ্ধি করে সোনালী করে ভেজে ফেলুন।
- সিঙ্গারা থেকে তেল ঝরিয়ে নিন।
- এবার পরিবেশন করুন।