চূর্নী এবং খোড়

Reading Time: < 1 minute

বুকটা পিকুর অলীক নগর,  হরিণ চোখের নীল —
সাগর সাগর সব যেন ঘোর ! রূপসী গাঙ চিল !

বুকটা পিকুর পাতার জাহাজ,অনেক অনেক দূর —
ভাসতে ভাসতে — নেই মনে আজ, রঙ ঝরে ঝুর ঝুর  !

বুকটা পিকুর মোহর বাতাস, নরম দুধের সর  !
শিশির ভেজা জলছবি ঘাস – সাতটি জরীর ঘর  !

বুকটা পিকুর উদাস পাখির এক তারাতে ভোর ।
কাজল পরা ঢেউ তির তির —  চূর্নী এবং খোড়  !

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>