আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
জল্পনা চলছে নিক- প্রিয়াঙ্কার দাম্পত্য জীবন নাকি একেবারেই সুখে কাটছে না তেমন!…এই মুহূর্তে যদিও তাঁরা মিয়ামিতে ছুটি কাটাচ্ছেন। তবে শোনা যাচ্ছে তাঁদের মধ্যে নাকি বেশ সমস্যা দেখা দিয়েছে। নিক নাকি প্রিয়ঙ্কাকে বেশ ঠান্ডা মাথার মেয়ে বলেই জানতেন! কিন্তু বিয়ের পর তাঁর মেজাজই নাকি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয়ঙ্কার ঘনিষ্ঠমহল যদিও এই জল্পনাকে উড়িয়েই দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও নিকের পরিবার থেকে নাকি অন্যসুরই শোনা যাচ্ছে! এখন সত্যি কোনটা, সেটা সময়ই বলবে। তবে যা রটে…
