| 25 এপ্রিল 2024
Categories
খবরিয়া

ধানমন্ডির আবাসিক ভবনে আগুন

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

রাজধানীর ধানমন্ডিতে শনিবার (৩০ মার্চ) রাত ৮টা ২৪ মিনিটে একটি বাসার দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৬৩ নম্বর বাসায় আগুন লেগেছিল।

আগুন লাগার পরপরই মোহাম্মদপুর ফায়ার স্টেশনের টেলিফোন অপারেটর ফায়ারম্যান মো. রোমান বাংলা ট্রিবিউনকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাসাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই বাসার লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

তিনি আরও জানান, এই ভবনটিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা ধানমন্ডির ৫ নম্বর সড়কের ২২ নম্বর বাসাতেও আগুন লাগার খবর শুনতে পান। তবে সেখানে গিয়ে আগুন লাগার কোনও সত্যতা পাওয়া যায়নি।
ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মো. শাহীন রাত সাড়ে ৮টার দিকে বলেন, ‘একটু আগে ধানমন্ডি ১১/এ সড়কের ৬৩ নম্বর বাসায় আমরা আগুনের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।’

সূত্রঃ এটিএন

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত