ক্রিস্টোফার নোলানের সিনেমায় ডিম্পল
ববি, রাম লক্ষণ, লেকিন, ইনসাফ, রুদালই, গারদিস, দিল চাহতা হ্যায় এর মতো আরও অনেক ছবির বৈচিত্র্যময় নানা চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। এবার হলিউডে ডাক পেয়েছেন বলিউড তারকা ডিম্পল কাপাডিয়া। বিশ্বখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলান এর পরবর্তী সিনেমা ‘টেনেট’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ডিম্পল।
‘টেনেট’ সিনেমায় ডিম্পল কাপাডিয়া কোন চরিত্রে অভিনয় করবেন জানা যায়নি। তবে তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন। ডিম্পল কাপাডিয়ার সঙ্গে অভিনয় করবেন রবার্ট প্যাটিনসন, জন ডেভিড ওয়াশিংটন, এলিজাবেথ ডেবিকি, মাইকেল কেইন, কেনেথ ব্রানাঘ, অ্যারন টেইলর-জনসন এবং ক্লিমেন্স পোয়েজির সঙ্গে।
‘টেনেট’ এর শুটিং সাতটি দেশে করা হবে। অ্যাকশন ঘরানার এই ছবির গল্প আন্তর্জাতিক গুপ্তচর চক্রকে নিয়ে তৈরি হয়েছে। ২০২০ সালের ১৭ জুলাই মুক্তি পাবে ‘টেনেট’।
.