দীপক বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ কবিতা

Reading Time: < 1 minute

লাল পতাকা

পয়লা মে সকালটা রোদে পুড়ছে
ঘাম ঝরছে সময় মেপে
রোজকার হিসেব নিকেষ বড়ই একপেশে
হকের পাওনা গুলো লকার বন্দী
এলোমেলো হাওয়ায় ভাসছে
বৃষ্টি আসবে কিনা
সেই খবর মেঘেরা শোনাচ্ছে না
রোদ্দুরের প্রতিটি কণায়
জীবনের গান গাইছে শেষ পংক্তির জনতা
লোকাল ট্রেনের বগিতে ঠাসাঠাসি ভিড়
স্বপ্নালু দুচোখ খুঁজছে সাম্যের ভোর
মুষ্টিবদ্ধ হাতে এখনও লাল পতাকা

 

 

 

পূর্ব পশ্চিমে পোঁতা একই নাভিমূল

আমরা জল কে জলই বলি
দেশ কে মা
সূর্য উদয় এবং সূর্যাস্ত
দুই দেখি করজোড়ে প্রনাম মন্ত্রে

আমরা বাংলাকে বাংলাই বলি
পূর্বে দাঁড়িয়ে বাংলার দেশ
পশ্চিমে আশ্রয় ভূমি
ভারতের মাটি মিশেছে বঙ্গোপসাগর

আমরা কান্নাকে কান্নাই বলি
গভীর থেকে গভীরে ছড়ানো শিকড়
সকাল সন্ধ্যে প্রেম সংকীর্তন
পূর্ব পশ্চিমে পোঁতা একই নাভিমূল

 

 

দেখা হয় তাঁর সাথে

প্রতিদিন দেখা হয় তাঁর সাথে
শীতগ্রীষ্মশরৎহেমন্ত
বর্ষা আর বসন্তে
এমনকি বাতি স্তম্ভেট্রাফিক সংকেতে
রোজই হাত পেতে রাখি
রোজই হৃদয়ে জাগে শান্তিনিকেতন
ক্লান্তিহীন জোড়াসাঁকোর ঠাকুর দালান
মুক্ত আকাশের বুকে ঠিকানাহীন ডাকবাক্স
দুহাতের আঙুলের ভাঁজে চেনা পৃথিবীর গল্প
মানুষের উজাড় করা ভালোবাসায়
আদি ভারতের চেতনার উৎস মুখ
জানতে চায় কোন পথ মিশেছে মুক্তিতে
কবিগুরু হাসেন যেন অন্তর্যামী
শান্তির বাণী হবে না ব্যর্থ পরিহাস
রবির কিরণে কথা আর গানে….

 

 

মনুষ্যত্বের মরীচিকা বৃদ্ধাশ্রমের জানলায়

মনুষ্যত্বের মরীচিকা বৃদ্ধাশ্রমের জানলায়
মা বাবা দাঁড়িয়ে সন্তানের অনন্ত প্রতীক্ষায়
আর্ন্তজালের গোলক ধাঁধায় উপচে ওঠা প্রেম
মহা উল্লাসে গান গাইছে শিস দিয়ে দিয়ে
বসন্ত শেষে ঝরা ফুলেদের বন্যায়
ভাসছে শেষ যাত্রাপথ
একটা শালিক সকাল থেকেই পাক খাচ্ছে
একটা শিশির বিন্দু মায়ের আঁচল ভিজিয়ে দিচ্ছে
একটা ছেঁড়া লুঙ্গিতে বাবার টান টান মেরুদণ্ড
মাতৃ দিবসপিতৃ দিবস যেন সৌখিন ফ্যাশন শো
রোজকার বেঁচে থাকা বড্ড বেশি সাজানো
জন্মের পর থেকে প্রতিদিন ছিঁড়ছে নাড়ির টান
কৃত্রিম ভালবাসা মুছে দিচ্ছে পরিশ্রমের ঘাম
লোভের আগুন দাউ দাউ করে জ্বলছে
সুগন্ধি মেখেও যাচ্ছে না মনের ভাগাড়

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>