| 29 নভেম্বর 2024
Categories
খবরিয়া

সিডনীতে ডলারের নদী

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
নদীতে ভাসছে অজস্র ডলার! শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। সিডনির দক্ষিণের শহর উলংগংয়ের স্থানীয় ইলাওয়ারা লেক নদীতে সোমবার (৫ আগস্ট) সকালে অজস্র ডলার ভাসতে দেখা যায়।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৯টার দিকে এক নারী দেখতে পান যে, নদীতে অসংখ্য অস্ট্রেলীয় ডলার ভাসছে। ভাসমান নোটগুলো ৫০ ডলারের। ওই নারী দ্রুত পুলিশে খবর দেন।
স্থানীয় ইলাওয়ারা লেক থানার পুলিশের সদস্যরা পরিদর্শনে গিয়েও নদীতে ডলার ভাসতে দেখতে পান।
পুলিশ ও অন্যান্য মিলে নদী থেকে প্রায় দুই হাজার নোট অক্ষত উদ্ধার করা হয়। তবে মাছের কামড়ে আরও অনেক নোট নষ্ট হয়েছে বলে জানায় পুলিশ।
উদ্ধারকাজ অব্যাহত রাখা হয় সোমবার স্থানীয় সময় বিকেল অবধি। নোটগুলো আসল কি না, তাও নিশ্চিত করেনি পুলিশ। সম্প্রতি কোথাও কোনো চুরির ঘটনা ঘটেছে কি না, তাও আমলে নেবে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত