মার্কিন মুলুকে চিনা বিমান ওঠানামায় নিষেধাজ্ঞা
করোনা আবহে চিন ও আমেরিকার মধ্য়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। চিন থেকে বিমান ঢোকার রাস্তা এবার বন্ধ করে দিল আমেরিকা। চিন থেকে কোনও বিমান আমেরিকায় ঢুকবে না, বুধবার এমন নিষেধাজ্ঞার কথাই জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ভ্রমণ ও বাণিজ্য়ে চাপা উত্তেজনার আবহে আমেরিকার এহেন সিদ্ধান্ত নয়া মোড় নিল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
সংবাদসংস্থা এপি সূত্রে খবর, আমেরিকার পরিবহণ দফতরের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ১৬ জুন থেকে চিনের ৪টি বিমান সংস্থার যাত্রীবাহী উড়ান আমেরিকার উদ্দেশে ও আমেরিকা থেকে যাতায়াত করবে না।
উল্লেখ্য়, চলতি বছরে করোনা পরিস্থিতির জেরে ইউনাইটেড এয়ারলাইন্স ও ডেল্টা এয়ারলাইন্সের বিমান পরিষেবা বন্ধ থাকার পর তা ফের চালুর ব্য়াপারে চিন সদিচ্ছা দেখায়নি, তারপরই এমন সিদ্ধান্ত নিল ট্রাম্প সরকার। আমেরিকার পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, দু’দেশের মধ্য়ে উড়ান পরিষেবা সংক্রান্ত চুক্তি লঙ্ঘন করছে চিন।
প্রসঙ্গত, করোনার প্রকোপ নিয়ে প্রথম থেকেই চিনের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে আমেরিকাকে। করোনাভাইরাসকে ‘চাইনিজ ভাইরাস’ বলেও কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে করোনা সংক্রমণের নিরিখে চিনকে ছাপিয়ে শীর্ষে আমেরিকা। এই প্রেক্ষাপটে বিমান পরিষেবায় এহেন নিষেধাজ্ঞা নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে।
বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্যে ইরাবতী নিউজ ডেস্ক। খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য সহ নানা বিষয়ে ফিচার ও বিশ্লেষণ।