মঙ্গলবার লা লিগার খেতাবি লড়াইয়ে মাঠে নেমেছিল গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে ভিয়ারিয়ালের বিরুদ্ধে। টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচ শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতেই শেষ হয়। বা বলা যায় বার্সাকে এক পয়েন্ট এনে দেন দলের তারকা ফুটবলাররা।
ম্যাচে মোট আট গোল। ম্যাচে দীর্ঘক্ষণ ২-১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ৪-২ গোলে পিছিয়ে যান মেসিরা। নব্বই মিনিটের আগে পর্যন্ত ছিল এই স্কোর।
তবে দলে যখন মেসি, সুয়ারেজের মতো ফুটবলাররা থাকে তখন চিন্তা কীসের? নির্ধারিত সময়ের শেষ লগ্নে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে ব্যবধান কমান মেসি। আর যোগ করা সময়ের শেষে গোল করে সমতা ফেরান সুয়ারেজ। এদিন অবশ্য প্রথম থেকে মাঠে ছিলেন না মেসি। দ্বিতীয়ার্ধে ফিলিপে কৌতিহোর বদলে মাঠে নামেন তিনি।
এই দু’জন ছাড়াও, প্রথমার্ধে ম্যালকম এবং কৌতিনহো বার্সার হয়ে বাকি গোল করেন। এই ম্যাচ পর ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৩০ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।