| 28 মার্চ 2024
Categories
ক্যাম্পাস চত্বর খবরিয়া ট্রেন্ড রাজনীতি

ডাকসু নির্বাচনঃ শুরুতেই অনিয়মের অভিযোগ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে অনিয়মের অভিযোগে একটি নারী হলের ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রেখেছে প্রশাসন।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী আবাসিক হলে সিল মারা ব্যালট পাওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

ওই ব্যালটে ছাত্রলীগের হল সংসদের প্রার্থীদের নামের পাশে সিল রয়েছে বলে অভিযোগ করছেন তারা।

সেই সাথে তারা হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট শবনম জাহানকে পদত্যাগের দাবি তোলেন। পরে তাকে অব্যাহতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মাহবুবা নাসরিনকে ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে নিয়োগ দিয়েছে প্রশাসন।

পরে বেলা ১১টা ২০ মিনিটে কুয়েত মৈত্রী হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। এই ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত