ভাস্বতী গোস্বামীর সিরিজ কবিতা

Reading Time: 3 minutes

দূরে  থাকুক

পাখি…

…………..

মুখ  ডুবিয়ে  ঘুমোচ্ছে  বালিশ

ওর  নাভিতে  বাহার  রাখো

মেইনল্যাণ্ড চাঁদে উপচে গেছে রাত

তাতে  একটা  দেবালয়  আর  সুন্দর টিয়াপাখি

ফুল  পাতার  সুখে  কারুময়  বোষ্টুমি

জানলায়  জানলায়  ধান

ময়ূরপাড়া…

 

বালিশ  দেখল  সবই

যে  আজীবন

তার  ছাত  নেই,  কারুদেয়াল  নেই

নেই  নিষিদ্ধ  মাইলস্টোনও

একফোঁটা  ভিটের  মতোই

ঘাপ্ টি  মারা  ডাকবাক্স  লাল  চিঠি  দ্যাখে

 

 

দূরে থাকুক

বাহার

………………

হাওয়াকে খুব আন্তরিক লাগে

তার ফুলকিগুলোও শব্দে পাই

তুমি বৃষ্টি ডাকছ

খামের পিঠে কিছু লুকোচুরি লেগে

খুলতে ভয় পাচ্ছি

পুড়ে যাবো না তো?

 

পলাশ পোড়ার সময় এটা

খেয়াল করো

তুমিও দেখছ চোখকেই

আর দূর ভাবছ

বৃষ্টিতে রোদ ভিজছে

তুমি হাসছ

যেন জানতে, এ সমস্তই অপেক্ষা হয়ে উঠবে

দূরে থাকুক

মেহেদী

………..

এখানে সবুজ শুধুই মেহেদী

গজলেরও ওপার থেকে

পোশাকে ছুঁড়ে দেওয়া ফেনা গন্ধ হয়

হাতও নিজমতো বয়স্ক বুঝে ফেলে

ভুল অথবা সঠিক প্রয়োগে ছবি নড়ে

 

তবু ছবিটা আজকাল সোজাই

পেইণ্টব্রাশ দেয়ালও আলোয় যাহোক্

মোজার মধ্যে ঘুমোনো ছোবল

কোনদিন সাপ হবে না বলে

ফরেস্ট তাকে ছেড়েই রাখে একরকম

 

 

দূরে থাকুক

কাহারবা

……………

 

‘দূর’ শব্দে মেরিডিয়ান পাখি ওড়ে

ভোর হচ্ছে আহির ভৈঁরো

তুমি মাপছ

আর জলহাওয়ায় চুল শুকোচ্ছে

উড়ছে অবেলা

‘রাতকলি এক খোয়াব মেঁ…

স্কেল ফেলি

স্ক্যোয়ারফিট থিওডোলাইট

চাঁদ তারার ওপর দিয়ে হারিয়ে যাওয়া আমার

কই যাও

এখনো নার্সারি রাইমসে অঝোর

শিশুর নরম পায়ে চুমু খাই

বিকেল ছুঁয়ে পৃথিবী ভাবি লেন্সের বাষ্প

যেখানে তুমি, যেখানে ভেজা

ওখানেই নষ্ট হয় মেঘজার্সির ভূঁইফোঁড় কবি

 

 

দূরে  থাকুক

আমন…

………….

 

ফসলের  মাঠে  সকাল  হ্যাঙওভার

ঘড়ি  কি  বদলে  দ্যায়  আলোর  স্বচ্ছ

এই  তাপশীল  পথ  এক  অচেনা  ভূগোল

পর্দাজুড়ে  সিনেমার  অক্ষর  হেঁটে  যায়

নিয়মিত  নাবিক,  যে  সাগর  ডাকে  নি  কখনো

 

ঘুমন্ত  জলে  এখন  ফসিলের  চাঁদ

হাওয়ায়  রান্না  হচ্ছে

বাটিতে  বাটিতে  রাত  সাজিয়ে

গরাস  তুলছে  কেউ

 

 

দূরে থাকুক

কাফি

……………..

 

ঘুমের গন্ধে ঘুম লেগেছে

ওইদিকে বউ জড়িয়ে মসলিন

মশারির দড়িটা কেটে রাখছি

স্বপ্ন উঠে বসলেই একটা লম্বা ঘর

শরীরের মোম লাইক করছে সকলেই

তুলি হয়ে যায় রংচটা আলো

তাকিয়ে থাকতে থাকতে মোমও নিশ্চুপ কখন

আমি জ্যোৎস্নাটা খুঁজতে থাকি

ভেজাল না পেয়ে সে কোথায় যে গল্প হল

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>