| 29 মার্চ 2024
Categories
খবরিয়া বৃত্তির খবর লেখাপড়া

কোর্স করার সময়ই কর রোজগার

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

ইউজিসি-র গাইডলাইন মেনে পইলানের এই কোর্সে থাকছে এই সমস্ত সুবিধে। কোর্স করতে-করতেই ছাত্র-ছাত্রীরা বছরে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত রোজগার করতে পারবে


পড়াশোনার সঙ্গে-সঙ্গেই যদি রোজগার করতে পার, তার চেয়ে বড় সুবিধে আর কী-ই বা হতে পারে? সঙ্গে রয়েছে পরবর্তী জীবনে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ট্রেনিংও। Pailan Group of Institutions-এ এবার শুরু হতে চলেছে ‘Earn While You Learn’ প্রোগ্রাম। সাধারণত কলেজের পড়াশোনার অন্তর্গত থাকে না ইনডাস্ট্রি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা বা চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় স্কিল সেটের কোর্স। তাই ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিবছরই বাড়ছে ইন্টার্নশিপের প্রবণতা। ইউজিসি-র গাইডলাইন মেনে পইলানের এই কোর্সে থাকছে এই সমস্ত সুবিধে। কোর্স করতে-করতেই ছাত্র-ছাত্রীরা বছরে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত রোজগার করতে পারবে।

এই ‘Earn While You Learn’ প্রোগ্রামে কোন-কোন কোর্স থাকছে দেখে নাও—
B.Sc in Media Science (BMS), BBA in Hospital Management (BHM), Bachelor of Clinical Optometry (B.Optom), B.Sc in Hospitality & Hotel Administration (BHHA) and Bachelor in Travel & Tourism Management (BTTM)

 

সূত্রঃ উনিশকুড়ি

 

 

 

.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত