বানপ্রস্থে আগুন লেগেছে । বিদিশা সরকার
মল্লার
বৃষ্টি নেই
উপোসী দুপুরে এল যুবরাজ
আমার বাবিল
এক হাঁটু জল ঘরে
বৃষ্টি নেই কোনো
ওভেনে ফুটছে জল
টিকোজি হ্যাঙারে
সঢেতন চোখগুলো এখন মিউট
স্বপ্ন দেখে না কেউ এই নগরীতে
এক হাঁটু জলে তার অভিবাদনের টুপি
ভেসে যাচ্ছে
কেয়ারই করছে না
হঠাৎ করে খুঁজে পাওয়া ঝান্ডু বাম
এসরাজের খোল
ছেঁড়া তারগুলো জড়িয়ে মাকড়সার জাল
সন্ধ্যানদীতে আবছা কিছু প্রেমপত্র
আলস্যের মোমবাতি তুমি তোমার কথা বল।
খোলা চুলে নাটোরের ইতিহাস
কবিতায় এলো কি করে
মায়ার কাজলে আঁকা নিউ টাউন
সাজানো সংসার
তোমার শরীর শুঁকে
ফিরে গেল অ্যালসেসিয়ান
মাথার ভিতরে এক চক্ররেল
বিবেক প্রধান
কলার টিউনে
কেমন স্বার্থপরের মত ছড়িয়ে দিচ্ছি লিফলেট
জনে জনে বলছি আত্মহত্যার কারণ বিষয়ে
কিছু লেখা রয়েছে এখানে
নাগ পন্ঞ্চমীর রাত
হলাহলের শিল্পীত কিছু মুদ্রা
ছায়া স্বরূপিনীর তৃকাল
খোল করতাল নামাবলীর সঙ্গত কারণ
সেইসব পড়েছ তুমিও
নিভৃত যাপন রোগে প্লাজমা থেরাপি খুঁজে খুঁজে
বেজেছিলে মোবাইল শহরে
তোমার কন্ঠ শুনে কলার টিউনে এ শহর
লিফলেট ভুলে গিয়ে
তোমায় খুঁজেছে সারারাত
মাঝরাত হলে
সবাই ঘুমিয়ে পরার পর শুরু হয় সাজগোজ
মিমোসা মুখোস খুলে রেখে ফ্রিলের বিনুনি খুলে
অভিসারে মেতে ওঠে তিলোক কামোদে
সেইসব সুরগুলো মোহরের বিনিময়ে কিনেছিল
সেইসব নিকিতাসা বার্নারগুলো নীল থেকে পুড়ে পুড়ে ফিয়াঁসে আগুন
সেইসব বরফ প্রদেশ প্রর্দশনীর পরে ফিরে এসে
জেগেছিল সারারাত
মৃদু আলো জরিপের চোখে ধরা পড়ে যাওয়া ম্যানসনে
কাঠের মুখোস পরে নিয়মিত প্রতিদিন
শুধু ,
মাঝরাত হলে …

কবি