Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,eid 2021 bangla kobita bidisha sarkar

বানপ্রস্থে আগুন লেগেছে । বিদিশা সরকার

Reading Time: < 1 minute

 মল্লার

বৃষ্টি নেই
উপোসী দুপুরে এল যুবরাজ
আমার বাবিল
এক হাঁটু জল ঘরে
বৃষ্টি নেই কোনো
ওভেনে ফুটছে জল
টিকোজি হ্যাঙারে
সঢেতন চোখগুলো এখন মিউট
স্বপ্ন দেখে না কেউ এই নগরীতে

এক হাঁটু জলে তার অভিবাদনের টুপি
ভেসে যাচ্ছে
কেয়ারই করছে না

 

 

 

 

 হঠাৎ করে খুঁজে পাওয়া ঝান্ডু বাম

এসরাজের খোল
ছেঁড়া তারগুলো জড়িয়ে মাকড়সার জাল
সন্ধ্যানদীতে আবছা কিছু প্রেমপত্র
আলস্যের মোমবাতি তুমি তোমার কথা বল।

খোলা চুলে নাটোরের ইতিহাস
কবিতায় এলো কি করে
মায়ার কাজলে আঁকা নিউ টাউন
সাজানো সংসার
তোমার শরীর শুঁকে
ফিরে গেল অ্যালসেসিয়ান
মাথার ভিতরে এক চক্ররেল
বিবেক প্রধান

 

 

 

কলার টিউনে

কেমন স্বার্থপরের মত ছড়িয়ে দিচ্ছি লিফলেট
জনে জনে বলছি আত্মহত্যার কারণ বিষয়ে
কিছু লেখা রয়েছে এখানে
নাগ পন্ঞ্চমীর রাত
হলাহলের শিল্পীত কিছু মুদ্রা
ছায়া স্বরূপিনীর তৃকাল
খোল করতাল নামাবলীর সঙ্গত কারণ

সেইসব পড়েছ তুমিও
নিভৃত যাপন রোগে প্লাজমা থেরাপি খুঁজে খুঁজে
বেজেছিলে মোবাইল শহরে
তোমার কন্ঠ শুনে কলার টিউনে এ শহর
লিফলেট ভুলে গিয়ে
তোমায় খুঁজেছে সারারাত

 

মাঝরাত হলে

সবাই ঘুমিয়ে পরার পর শুরু হয় সাজগোজ
মিমোসা মুখোস খুলে রেখে ফ্রিলের বিনুনি খুলে
অভিসারে মেতে ওঠে তিলোক কামোদে

সেইসব সুরগুলো মোহরের বিনিময়ে কিনেছিল
সেইসব নিকিতাসা বার্নারগুলো নীল থেকে পুড়ে পুড়ে ফিয়াঁসে আগুন

সেইসব বরফ প্রদেশ প্রর্দশনীর পরে ফিরে এসে
জেগেছিল সারারাত
মৃদু আলো জরিপের চোখে ধরা পড়ে যাওয়া ম্যানসনে
কাঠের মুখোস পরে নিয়মিত প্রতিদিন

শুধু ,
মাঝরাত হলে …

 

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>