| 20 এপ্রিল 2024
Categories
ঈদ সংখ্যা ২০২১

জয়শীলা গুহ বাগচী’র কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

কথকতা

যেদিন কোন শব্দ থাকে না
সূর্যাস্তের গন্ধে কেবল নোনতা স্বাদ
ঝিঁঝিঁ পোকা গুনে গুনে খাতায় সেদিন
ভুলে থাকার পায়ের ছাপ ফুটে ওঠে
যেসব ছবিতে ছবিটুকু সত্যি
সেখানে ব্রেইল লেখা হয়
লেখা হয় না-থাকার ধোঁয়া…
না-অর্থের হদিস…
সেইসব ছবিপথের অজানায়
অরণ্যের স্থিরচলা…
অরণ্যের প্রথাগত আপেল…
আমরা ফেলে আসা বিবাহের অক্ষরে
জারুলছায়া রেখে এলাম
অপরগন্ধে রেখে এলাম নদীর রঙ
আর মালাবদলের ডায়েরি

বিস্তার
একপায়ে পুরনো আয়নার রেখা
অন্যপায়ে একটা হালকা নেশার আলো
কেউ তাড়াতাড়ি হাঁটতে বলেছিল
বলেছিল চামড়ার পর
এক আশ্চর্য বাগান আছে
বাগানের ভেতর লুকিয়ে আছে
নানারকম সময়
তুমি ছুঁয়ে দিলে পাখিদের কৌটোয়
সূর্যের জল জমা থাকে
তুমি নামক সময়ে
লেখা থাকে আঙুরের বিস্তার
ধীরে ধীরে এগিয়ে যাবার স্বরবর্ণে
কত দানা দানা মন
মাঠভরা শস্য-পা শস্য-হাত
শস্যের যত্নে ঘুমে ভাসা পরব
আদতে চলা বলে কিছু হয় না
দেহ জুড়ে ব্যালকনি পড়ে থাকে
তুমি কি ম্যান্ডোলিন বাজাতে জানো?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত