| 9 অক্টোবর 2024
Categories
ঈদ সংখ্যা ২০২০

তিনটি কবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

জল কল্লোলিত দিনে বলি

তুমুল কলধ্বনি শুনে শুনে বিমোহিত হই
তোমার অঢেল জল নেমে এসে ভরাট এ তট
অনেকেই আনন্দিত, তাদের যৌবন এসে ঢেউ দিয়ে যায়
গলায় আনন্দ ধ্বনি, অন্যকে আহবান করে ক্লান্ত হয়
কেউ সাথী পায়, কারো সুরে ক্লান্তির রেশ-
তাদের জন্য দুঃখ নিবেদন করি,
আহবান করি অপেক্ষার,
সময় তো আছে আরো, একটু ক্লান্তি ঝেড়ে পুনরায়
নাম গানে, নিবেদনে নিজেকে রাখলে জানি
আনন্দ ডানা মেলে আসতেও পারে…
ভবিতব্য জানি না তো সম্ভাব্যতা যাচাই করে বলা যায়
সূর্যটা দিতে পারে আলো
কেটে যেতে পারে মেঘ মালা
মন্দ্রস্বরে ডেকে ডেকে সঙ্গী তুমি পেয়ে গেলে
ধন্যবাদ বলার মতো সময় হবে তো?

কলধ্বনী বিমোহিত করে, সঙ্গে থাকে তোমার আনন্দ গান
ঘোলাজলে সাঁতার কাটলে কারো
অবয়ব পড়ে না তো চোখে
মাছ শিকার তাই নিয়তি নির্ভর বলে জানি-

এ জল কল্লোলিত দিনে তোমাদের আহবান করি
আনন্দে মগ্ন থাকো, ভুলে থাকো জাগতিক সব বোঝাপড়া,
আমি আছি তোমাদের সাথে।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

ঘুম আসে না

ঘুম এসে বসে থাকে জানালার পাশে
আমি বলি আসো প্রিয় সে তো দেখি হাসে
হাসার কি হলো বাপু বুঝি না তো কিছু
আমাকে হাঁটাতে চায়? তার পিছু পিছু?
এই জ্বালা যন্ত্রণা প্রতিদিনই পাই
নিরস এ ঘুমটার মায়া দয়া নাই
করোনার এই কালে মাথা থাকে হট
তুই বেটা আয় নারে আয় ঝটপট
কিসের কি, জানালায় বসে বসে খেলে
আমরা তো বসে আছি স্বঘোষিত জেলে
ঘর আর বেলকনি আর কিছু নাই
ক্লান্ত শরীরটায় উঠে শুধু হাই
কিন্তু ঘুমাতে গেলে ঘুম আসে না তো
বিনিদ্র চোখ নিয়ে দুই হাত পাতো
পাতলেও হাত তবু দয়া হতো যদি
ছুঁতে পারতাম এই ঘুম ঘুম নদী।

জানালায় বসে ঘুম দোলায় দুপা
দুই চোখ জ্বালা করে ঘুম আসে না।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

দুঃসময়

মাটির প্রদীপ ছিলো খুব কাছে, আজ তার শরীরের ধুলো
উড়ে যায় দখিনা হাওয়ায়
প্রদীপের স্থানে আজ মোমবাতি
দাঁড়িয়ে অপেক্ষা করে এই বুঝি প্রজ্জ্বলন হলো
এই বুঝি আলোতে মাখামাখি হয়ে গেলো সব তৈজস!

জ্বলে কই? জ্বালানোর দায় নিয়ে যে আজ এসেছিলো গৃহে
সে দেখো বারান্দায় দাঁড়িয়ে হাওয়া চাখে
শহুরে তালের টেকে গ্রামীণ শব্দ খুঁজে ফিরে
কচুরীপানার ঝোঁপে ডাহুকের চলা ফেরা দেখে
আর দেখে বহুতল ভবনের আকাশ ছোঁয়ার নেশা…

স্বপ্নের সাইনবোর্ড জ্বলে নেভে এরে ওরে আহবান করে
সেও সেই আলোকেই ভালোবেসে সন্ধ্যে কাটায়
মোমবাতি অন্ধকারে নিশ্চুপ দাঁড়িয়ে দেখে
মানুষের জ্ঞানহীন কান্ডকারখানা
তার চোখে জল নেই, থাকলে দুঁফোটা দিতো ভূমিকেই,
সাক্ষী হতো সাথে তার দুঃসময়ের।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত