মধ্যবিত্ত ও অন্যান্য কবিতা
পরাণকথা
ব্যর্থতাবোধ, অভিমান, ব্যথা, বিষণ্নতা, বাঁকা কথা যেন
শুরু থেকেই মিশে আছে তোমার কথকতায়।
তুমি উজ্জ্বল, মেধাবী, রূপসী, মধুর, ম্লান, ধারালো, করুণ,
স্বপ্নের বা বাস্তবের যেমনই হোক না না কেন-
শেষ পর্যন্ত তুমি একটা সুদূর, ধূসর, অবস্কিয়র !
অতিপ্রাকৃত রূপ তোমার, অবিকল আহতমনে শুধু
আহত করে যাও, একলা একা ফেলে উড়ে যাও মনের প্রান্তরে,
যন্ত্রণা উড়িয়ে কেবলি দেখা দাও, দুঃখ দাও।
পাল্কিতে চড়ে সবুজ ওড়নায় মিহিকালো দীঘল চুল উড়িয়ে,
ধীবর জ্যোৎস্নায়, রূপালী রাতে নৈঃশব্দের প্রেম বাঁটো!
আমি কেবল কবিতায় তোমায় পাই, দেখি তুমি প্রেমের ভাষা ছড়িয়েছ,
ছিটিয়েছ আপনমনে শব্দের কারবাটে,
অভিমান বুকে,
ফেলে গেছো সকল বাঁকা-ব্যর্থতার ভুবন।
পরিশেষে ক্লান্তিতে প্রশান্তির পায়রাগুলো
ডানা মেলে উড়ে উড়ে চলে গেলো চোখের অলক্ষ্যে,
দূরে,
দূর্বিনীত সময়ে
শুধু পরে রইলো
তোমার পরাণকথা…!