| 11 অক্টোবর 2024
Categories
ঈদ সংখ্যা ২০২০

মধ্যবিত্ত ও অন্যান্য কবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
মধ্যবিত্ত
মধ্যবিত্ত মানেই অরক্ষিত!
অথচ মধ্যবিত্তই রাস্ট্রের মানদন্ডের মাপকাঠি, অথচ এই মধ্যবিত্ত বাঁচে পোকার মতো!
যন্ত্রণাদীর্ণ জীবন তাদের,  অসহায় কোটি কোটি মুখের মুদ্রিত হরফে পাঠক অনুদূত হয়ে হয়তো চোখের জল ফেলে কিন্তু বাস্তবতা তারচে ভয়ঙ্কর, বিষময়!
অমুদ্রিত আরো অসংখ্য মধ্যবিত্ত মুখ, মুখগুজে মরণের মিছিলে শামিল, অথচ তারপরও মুখ খোলেনি!
মরে যাবে মধ্যবিত্ত অপ্রকাশিত অন্যায্যতার ফিরিস্তি নিয়ে তবু এই মধ্যবিত্ত না খুলেছে মুখ, না দিয়েছে দরখাস্ত সমাজে। এরা ঠিক প্রকৃতির মতো অবিচল, অথচ বেশিরভাগের কপালে জুটেছে অবিচার! তবু মুখ খোলেনি!  দেয়নি  কোথাও কোনো অভিযোগ!
এই মধ্যবিত্ত আবহমানবাংলার মুখচ্ছবি, কারো গল্প, কবিতার প্রতিচ্ছবি; না পেয়েছে এরা সংকট থেকে উতরাতে, না পেয়েছে কোনোকালে মুক্তি!
উতরোল শুধু অন্ধকারে পরে থাকা পোড়খাওয়া জীবনের যন্ত্রণা। অসংখ্য মাস্টাররোলের হেডলাইনে থেকে থেকে ফুরিয়ে যাওয়ার গল্প পরে রয়েছে অসংখ্য জীবনে !
বেদনার বাক্সভরা এই মধ্যবিত্তের বারুদে জীবনের বায়না, কোন আয়নামহলে, কোন মসনদে প্রকাশিত হবে! কে সেই প্রকাশক!
পুঁথির পাতার পদ্যে এই মধ্যবিত্তের বৈষম্য আর বঞ্চিত গদ্যের কষ্টধ্বনি, যন্ত্রণাস্বর, বেদনার ছন্দ, অসহনীয় মাত্রায় মুদ্রিত হোক!
নিখুঁতহালচালে সুষমশব্দে এই মধ্যবিত্তের না বলা গল্পগুলো পৃষ্ঠাসাম্রাজ্যে চাবুক হানুক।
জুড়ে থাকুক এই মধ্যবিত্তের পরে পরে মার খাওয়ার জিনোম সিকোয়েন্স!
এই মধ্যবিত্তের পরিসমাপ্তি হয়তো তিরিশ টাকার ফর্দে!
এক মধ্যবিত্তের জন্য আরেক মধ্যবিত্তের সাময়িক শোকের জলে না নড়েছে নহর, না টলেছে হেলান!
মধ্যবিত্ত জ্বলছে জীবনভর,
মধ্যবিত্ত ডুবছে জলে চিরকাল!
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

অতি নগন্য আজ মানুষের অহংকার

এখন অন্ধকার,
চারপাশ বিদঘুটে অমানিশা,
পৃথিবীময় ঘুটঘুটে অন্ধকার।

অয়োময় সময় আজ
পৃথিবী পোড়ায়, মন মাড়ায়;
না সুখে, না দুখে
কোন স্বজন, না কোন পড়শির
হয় দেখাদেখি!

আপন আপনারে না পায় ডাকতে,
না পায় কিছুক্ষণ কাছে থাকতে,
না পায় সন্তান পিতাকে শেষ দেখা দেখতে;
না পায় শেষকৃত্যের সুযোগ!

আজ শুধু কান্নারা সাথে আছে সবার,
সে ব্যথা দিয়ে যায়,
ঘুরেফিরে যন্ত্রণার বন্দনা করে যায়।!

এ অমা কাটবে কবে!
এ অন্ধকারে পুড়ে যাচ্ছে
দেহ মন শরীর!

সহ্যাতীতভাবে ধৈর্যহীন এ সময়ে
আজ কেউ কারো নয়!

অর্থ, অস্ত্র, ক্ষমতা সব তুচ্ছ!
অতি নগণ্য আজ
মানুষের অহংকার!

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

(জিয়াউল করিম নাবিস্কো স্মরণে)

পরাণকথা

ব্যর্থতাবোধ, অভিমান, ব্যথা, বিষণ্নতা, বাঁকা কথা যেন
শুরু থেকেই মিশে আছে তোমার কথকতায়।
তুমি উজ্জ্বল, মেধাবী, রূপসী, মধুর, ম্লান, ধারালো, করুণ,
স্বপ্নের বা বাস্তবের যেমনই হোক না না কেন-
শেষ পর্যন্ত তুমি একটা সুদূর, ধূসর, অবস্কিয়র !

অতিপ্রাকৃত রূপ তোমার, অবিকল আহতমনে শুধু
আহত করে যাও, একলা একা ফেলে উড়ে যাও মনের প্রান্তরে,
যন্ত্রণা উড়িয়ে কেবলি দেখা দাও, দুঃখ দাও।

পাল্কিতে চড়ে সবুজ ওড়নায় মিহিকালো দীঘল চুল উড়িয়ে,
ধীবর জ্যোৎস্নায়, রূপালী রাতে নৈঃশব্দের প্রেম বাঁটো!

আমি কেবল কবিতায় তোমায় পাই, দেখি তুমি প্রেমের ভাষা ছড়িয়েছ,
ছিটিয়েছ আপনমনে শব্দের কারবাটে,

অভিমান বুকে,
ফেলে গেছো সকল বাঁকা-ব্যর্থতার ভুবন।

পরিশেষে ক্লান্তিতে প্রশান্তির পায়রাগুলো
ডানা মেলে উড়ে উড়ে চলে গেলো চোখের  অলক্ষ্যে,
দূরে,
দূর্বিনীত সময়ে
শুধু পরে রইলো
তোমার পরাণকথা…!

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত