| 20 এপ্রিল 2024
Categories
ঈদ সংখ্যা ২০২০

তিনটি কবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
ঝড়
 
 
বিপরীতের প্রতি তোমার আকর্ষণ প্রবল
ঝড়ের মতো তারা ধেয়ে আসে
কখনো আসে উত্তর দিক থেকে
কখনো দক্ষিণ দিক থেকে কখনো ঈশান, নৈঋত
ঝড়গুলো প্রবল ঘূর্ণি তোলে
তোমাকে শূন্যে পরিভ্রমণ করায়
কিন্তু এই ঝড়ের আয়ু কম
কয়েকদিন বা মাস
তারপর ঝড়ের গতি কমতে থাকে
নিরক্ষীয় রেখা অতিক্রম করার সময়
ঝড় মন্থর হয়ে আসে
মৈথুনের পর যেমন ন্যাতিয়ে পড়ো তুমি

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

গ্রাভিটেশন
 
বৃষ্টির দিনে ঘর বন্ধ হয়ে বসে থাকো
বাইরে ক্যাটস এন্ড ডগ
দোতলার বারান্দায় মাধবীলতা
“এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়”
বৃষ্টি তোমাকে একটু একটু করে টানছে
ছাদ পর্যন্ত উঠে গেলে
মুষল বৃষ্টিতে কিছু দেখা যায়না
চোখ খুলতে বৃষ্টির ঝাপ্টা
প্রেমিকের মতো তোমায় জড়িয়ে আছে
তুমিও ভিজছো বৃষ্টিতে
যেন কতকাল পরে দেখা

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

অবসেশন

কখনো কখনো নিজেকে শীতের রুক্ষতার মতো মনে হয়
যা চাচ্ছো ,যা কে চাচ্ছো সব দূর কুয়াশা
তবু কামনা করো এমন কিছু যা তোমার নয়
শীত যত বাড়তে থাকে
এইসব এলোমেলো অনুভূতি তত চেপে বসে
সন্ধ্যার ঘন শীতে
একটা বাদামি পুলওভার জড়িয়ে
ভিড়ের বাসে নিঃসঙ্গ বোধ করো
অসংখ্য মানুষ এবং তাদের মুখচ্ছবি
অবসেশনের মতো গেঁথে থাকে মনে ..

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত