তিনটি কবিতা
অবসেশন
কখনো কখনো নিজেকে শীতের রুক্ষতার মতো মনে হয়
যা চাচ্ছো ,যা কে চাচ্ছো সব দূর কুয়াশা
তবু কামনা করো এমন কিছু যা তোমার নয়
শীত যত বাড়তে থাকে
এইসব এলোমেলো অনুভূতি তত চেপে বসে
সন্ধ্যার ঘন শীতে
একটা বাদামি পুলওভার জড়িয়ে
ভিড়ের বাসে নিঃসঙ্গ বোধ করো
অসংখ্য মানুষ এবং তাদের মুখচ্ছবি
অবসেশনের মতো গেঁথে থাকে মনে ..
জন্ম ২০ সেপ্টেম্বর ১৯৭৫, মাদারীপুর শহরে নানাবাড়িতে।শৈশব হতেই ঢাকায় বেড়ে ওঠা।তিনি লেখাপড়া করেছেন ধানমন্ডির কাকলি উচ্চবিদ্যালয়, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং নৃ বিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়,ঢাকা হতে।লিটলম্যাগাজিনে লেখা শুরু করেছেন ২০০০ সালের পর থেকে।বিশেষত কবিতা, গল্প ও নৃবৈজ্ঞানিক লেখালেখি করেন।।প্রকাশিতকাব্যগ্রন্থ: হারানো দোকান এলদরাদো (জনান্তিক, ফেব্রুয়ারি, ২০০৯), একজন আঙুল শুধু হেঁটে বেড়ায় (সংবেদ, ফেব্রুয়ারি, ২০১০) আরকারনেশন ফুটলো থরেথরে ( শুদ্ধস্বর২০১৩), একটু একটু করে বোবা হয়ে যাচ্ছ তুমি (অ্যডর্নপাবলিকেশন, ফেব্রুয়ারি, ২০১৫)। ।. বারুদ লোবানের গন্ধ ,Barudlobanergondho (poetry ), Choitonyo, জলে ডোবা চাঁদ ( ২০২০জানুয়ারী , কলকাতাবইমেলা ) ঐহিক প্রকাশনী।প্রকাশিত গল্পগ্রন্থ:পেন্ডুলাম ও শিশুর দোলনা (শুদ্ধস্বর,ফেব্রুয়ারি২০১১), জৌলুসী বেওয়া ( দেশপাবলিকেশন্স, ২০১৬)। এছাড়া পিয়াস মজিদের সাথে যৌথভাবে সম্পাদনা করেছেন নির্বাচিত কবিতা: শামীম কবীর (অ্যডর্নপাবলিকেশন, ফেব্রুয়ারি, ২০১০), ২০১৭,তিনি কিছুদিন নৃবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করেছেন এবং কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গবেষণা কাজের সাথে সম্পৃক্ত ছিলেন।লিটল ম্যাগাজিন, ওয়েব ম্যাগাজিন, জার্নাল ও দৈনিক পত্রিকায় লেখেন।
ইমেল : [email protected]
ফোন : 01745370195