| 25 এপ্রিল 2024
Categories
ঈদ সংখ্যা ২০২০

টোকন ঠাকুরের কবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

আত্মচরিত[br]

 

নিষ্প্রয়োজনে[br]
আমি[br]
ছোট নাম লেখাতে গেছি[br]
      কবির খাতায়[br]
নিজ প্রয়োজনে[br]
আমি[br]
নক্ষত্রের দেনা[br]
   নিয়েছি মাথায়[br]
বিষ-প্রয়োজনে[br]
আমি[br]
সাপ ও বেদেনি[br]
  চেয়েছি দুটোই[br]

দুহাতে দুধের ছানা, বেপরোয়া মুঠোয় মুঠোয়[br]
সম্পূর্ণ ফুটেও নারী ক্ল্যাসিক্যালি অস্ফুট-[br]

সুতরাং, আজ আমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো-[br]
আমি কি কবি ছিলাম? সাপুড়ে ছিলাম? নাকি ছিলাম যা, তাই?[br]

শিস্-প্রয়োজনে[br]
আমি[br]
হাওয়া-ধাক্কা দিচ্ছি[br]
বসন্ত-জঙ্গলে গাছদেবতার[br]
                        শুকনো পাতায়[br]

কে আমি? বিখ্যাত কেউ? কী ছিলাম? গুরু কেউ? লঘু ঢেউ?[br]
ঝরনার বাথরুমে শাওয়ার ছিলাম?[br]
সুহাসিনীর ড্রেসিং টেবিলে আয়না ছিলাম?[br]
গুপ্তকথা হচ্ছে, আদতে সেই রাক্ষসদের ছেলে,[br]
                মানুষের ছদ্মবেশে থাকি[br]
যোগ্যতা, নিজের মুখে জোছনারাত অনুবাদ করতে পারি,[br]
এর বাইরে[br]
     আমি যা ছিলাম, তাই[br]

                                                ছিলাম যা, তাই[br]
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
পাতাবাহার
কবিতা লেখামাত্রই আমি সেই কবিতার মা[br]
কয়েকদিন পর, নতুন আরেকটি কবিতা লেখামাত্রই[br]
আমি সেই আগের কবিতার খালাতারপর আরো কবিতা লেখা হলে অনেক আগের কবিতাকে[br]
        দূরের আত্মীয় মনে হয়[br]
কবিতা যখন ছাপা হয়, অন্যেরা পাঠ করে[br]
তখন তো সেই আগের কবিতা অনেকটা অচেনা হয়ে পড়েআমার পুরোনো কবিতাগুলো পড়তে গেলে মনে হয়[br]
এরা সেই বাল্যবন্ধু, যাদের নামই প্রায় ভুলে গেছি[br]
দেখলেও চিনতে কষ্ট হবে (কাউকে কাউকে তো চিনবই না)তার মধ্যেও ঠিকই চিনে ফেলব, আমার কোন কবিতাটি খুব জেদি ছিল[br]
কোন কবিতাটি সেই মেয়ে, ক্লাস নাইনে উঠেই যে-বিষ খেয়েছিল প্রেমে[br]
      যে-কখনো দশম শ্রেণিতে উঠবে না আরহয়তো সেই কামরাঙা কবিতাটির নাম ছিল পাতাবাহার[br]
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
ছিলাম কবিতাপাড়ায়, একদিন[br]
মনে পড়ে, কবিতার সে কী জ্বর![br]
সারারাত কবিতার কাঁপা-কাঁপা শিয়রে বসে ভাবতাম[br]
আমি সেই কবিতার কবিরাজ, বরকবিতাকে আমি তাই কত ভালোবেসেছি[br]
সীমানা-পাচিল ভেঙে ভেঙে কত কাছে এসেছিতারপর, দু-একটি দুর্বোধ্য কারণে আমাদের[br]
ছাড়াছাড়ি হয়ে গেছে, মনে পড়ে সারারাত কবিতার জ্বর ছিল[br]
সেই সূত্রেই, এখনও কেউ কেউ আমাকে দেখিয়ে বলে–[br]
‘এই লোক ভালো না, একসময় কবিতার বর ছিল…’[br]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত