| 12 ডিসেম্বর 2024
Categories
ইতিহাস এই দিনে

চিঠিতে একাত্তর

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

মুক্তিযোদ্ধা সাজুকে ইরাবতী স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়। পাঠকদের জন্য রইল  যুদ্ধে যাবার সময় ১৮ এপ্রিল ১৯৭১-এ মাকে লেখা মুক্তিযোদ্ধা সাজুর একটি চিঠি। মাকে যে আশাবাদ তিনি ব্যক্ত করেছিলেন এই চিঠিতে তা যেন একাত্তরের সেই দিনগুলোর মূলমন্ত্র যা আজকের বাংলাদেশ।


 

ছবিঃ মুক্তিযোদ্ধা সাজু

 

মা
আপনি এবং বাসার সবাইকে সালাম জানিয়ে বলছি। দেশের এই সঙ্কট মুহুর্তে আমি ঘরে বসে থাকতে পারি না। তাই ঢাকার আরো ২০ টা যুবকের সাথে আমিও পথ ধরেছি ওপার বাংলায়। মা তুমি কেদো না, দেশের জন্যে এটা খুব ন্যূনতম চেষ্টা। মা তুমি এ দেশ স্বাধীনের জন্যে দোয়া করো। চিন্তা করো না, আমি ইনশাল্লাহ বেচে আসব। আমি ৭ দিনের মধ্যে ফিরে আসতে পারি কি বেশীও লাগতে পারে। তোমার চরণ মা করিব স্বরণ। আগামীতে সবার কুশল কামনা করে খোদা হাফেজ জানাচ্ছি
তোমারই
বাকী (সাজু)

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত