| 25 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

তিনটি কবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
বলেছিলাম,জল
তোমার গায়ে জড়িয়ে আছে মেঘের আঁচল
আমি বললাম, জল-
ছিটিয়ে দিলে বদলে যাবে রঙ।
এবং ভুল করে যে গাঙচিল উড়েছিল তোমার
মাথার উপর,
সে-ও জেনে যাবে তুমি আমার একমাত্র প্রেমিকা
যার হাতে এর আগেও জ্বলেছিল শরতের শুদ্ধ শিখা
ভালোবাসি বলে,
আমিও খুঁজেছি উষ্ণতা
সেই শিখার অনলে।
চেয়েছি আনন্দ-উত্থানগুলো
ছবি হয়ে আকাশে থাকুক।
রাংতায় মোড়া কোনো অগ্নিকুসুম
পুড়িয়ে দিক বিরহবিলাস
চকচকে রুপোর মতো সুখটুকু
পুনরায় সমুদ্রে ভাসুক।
ভাসার কৃতিত্ব নিয়ে, যাই বৃন্দাবনে
পাশে থাকো সখি তুমি-
মেঘময়, সুর-সম্মোহনে।
                           
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
মেঘপালিত প্রণয়
গর্জে ওঠা ভোরের সহযাত্রী ছিলে বলে
তোমাকে ডেকেছিলাম- বজ্রসহচরী,
বিজলী হয়ে দেখিয়েছিলে চমক-
তাই নাম দিয়েছিলাম ঝড়বাতি,
পাপড়িবিহীন জলফোঁটাকে হাতের তালুতে
সংরক্ষণ করে
গড়তে চেয়েছিলাম বাষ্পশহর।
যে শহরে কান্নাও ছড়াবে উষ্ণতা
যে গৃহে রাত্রিকে ভেদ করে উড়বে চন্দ্রলোবান।
কিছু ধূসর ধোঁয়া আমাদের প্রেমপদ্য শোনাবে বলে
হতে চেয়েছিল গৃহ-অতিথি,
কয়েকটি পাখি বিনীত শরতসন্ধ্যা ছেড়ে
আমাদের চোখের দিকে তাকিয়ে
দেখিয়েছিল মেঘপালিত প্রণয়।
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
টানপর্ব
পাশের জারুলগাছে ঝুলে আছে তোমার কাঙ্খিত
চন্দ্রচর্চা। পাতার আড়ালে ডুবে আছে যে ফুল,
আমি তার নাম না জেনেই ভালোবেসে ছুঁয়েছি উচ্চতা
আর পরাগায়ণের ভেদরেণু।
বলেছি-; এভাবেই স্থায়ী হোক
আমাদের ভালোবাসার উষা-উদ্ভাবন।
যৌথ জলপাঠ সেরে ঢেউকেই ভালোবেসেছি
সবচেয়ে বেশি। চেয়েছি, আমাদের টানপর্বে
খচিত থাক উজান-ভাটির চিহ্নসমূহ-
দাগের বিকল্প দাগ
ক্ষতের বিকল্প ক্ষত
ভরে গিয়ে পুষ্ট হোক প্রেম-ধারাপাত
জোয়ারগুচ্ছের বুক চিরেই জেগে উঠুক পলির প্রভাত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত