দক্ষিণেশ্বর মন্দির লাগোয়া ঝুপড়িতে আগুন
ভয়াবহ আগুনে ভস্মীভূত হল দক্ষিণেশ্বর মন্দির লাগোয়া এক ঝুপড়ি। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ আগুন লাগে। নিমেষে ছড়িয়ে পড়ে সেই আগুন। বালি ব্রিজ লাগোয়া ঝুপড়ি থেকে আশেপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে। দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করছে দমকলকর্মীরা। দমকলের তরফে খতিয়ে দেখা হচ্ছে কী কারণে এই আগুন লাগল।
