এমপি হিসাবে প্রথম উইকেট শিকারী
রোস্টন চেজকে নিয়ে শতরানের জুটির গড়েছেন হোপ। ১২৬ বলে তুলে নিয়েছেন শতক, যাতে ১০ চারের সঙ্গে এক ছক্কার মার। চেজও করেছেন ফিফটি ওয়ান। রোস্টন চেজের উইকেটটি তুললে নিতেই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি হয়ে গেলেন সাংসদ হিসাবে প্রথম উইকেট শিকারী বাংলাদেশ ক্রিকেটার। যদিও এর পরে হোপ ও হোল্ডার কে ফিরিয়ে তার ঝুলিতে দশ ওভারে ৪৯ রানে ৩ উইকেট।
প্রসঙ্গত তিনি বাংলাদেশ সংসদের বর্তমান সংসদ সদস্য।
