Reading Time: < 1 minuteক্রিকেটে ফিক্সিং কোন নতুন ঘটনা নয়। আলোচিত ম্যাচ গুলোতে প্রায়ই শুনা যায় ফিক্সিং এর গুঞ্জন। এর বাহিরে নয় বর্তমান হাই ভোল্টেজ টুর্নামেন্ট আইপিএলও।
এর আগেও আইপিএল এ ফিক্সিং বিতর্ক উঠলেও ফের তা মাথাচাড়া দিয়ে উঠেছে দিল্লি ক্যাপিটাল’স এর উইকেট কিপার রিশাভ পান্থের এক মন্তব্যের মধ্য দিয়ে।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের পঞ্চম ওভারের প্রথমে তিনি বল করার আগেই বলে উঠেন ‘ইয়েতো এসে ভি চকে হে’। আর তারপর সত্যি সত্যিই পরের বলে চার হয়। ফলে এ নিয়ে বিতর্ক উঠেছে ফিক্সিং এর।
তবে এ নিয়ে কোন বিতর্কিত মন্তব্য করতে রাজি হননি বিসিসিআই এর কোন কর্মকর্তা। তাদের দাবি এর আগে কোন কথা শুনা যায়নি ফলে শুধু একটি বাক্যের উপর ভিত্তি করে তাকে অপরাধী সাব্যস্ত করা অনুচিত।
Related