গানা গাও

Reading Time: < 1 minute

আজ ২২ সেপ্টেম্বর নবনীতা সরকারের জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।


সম্প্রতি কার্শিয়াং ও দার্জিলিঙে চা নিয়ে একটি কর্মশালা ছিল।সেখানে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে চায়ের সাথে যুক্ত কিছু লোকজন এসেছিলেন। তারা প্রায় বন্ধুস্থানীয় ছিলেন। তাদের মধ্যে একজন দক্ষিণ ভারতের নীলগিরি অঞ্চল থেকে এসেছিলেন। উনি কেবল ইংরিজি এবং মালায়ালম ছাড়া আর কোনো ভাষা জানেন না , ভাঙা ভাঙা দু একটা হিন্দি শব্দ জানেন। বাগডোগরায় নামার পর আমার সাথে দেখা করেন , তারপর আমরা কিছু অফিসিয়াল কাজে বেরিয়ে যাই গাড়ি নিয়ে। তেমনি একটি অফিসের কাছে গাড়ি দাঁড় করিয়ে নামার সময় উনি হঠাৎ ড্রাইভারকে বলে বসলেন , “অবি তুম গানা গাও “।…. সেটা শুনে আমি থ, সময় কম , কার্শিয়াং রওনা হতে হবে , বিকেল হয়ে আসছে , এখন আবার ড্রাইভারকে গান গাইতে বলে কেন। আর ড্রাইভার বেচারার অবস্থা আরো করুন ,ইয়া হাট্টাকাট্টা চেহারার নেপালি ড্রাইভার , ভ্যাবাচ্যাকা খেয়ে ওনার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে , পারলে কেঁদে ফেলে। আমার দিকে একবার করুন দৃষ্টিতে তাকিয়ে মেডাম বলে ডাকলো। কিন্তু বন্ধুটি তো নাছোড়বান্দা , গানা গাইতেই হবে। দেখলাম উনি মানিব্যাগ থেকে টাকা বের করে ড্রাইভারের হাতে দিয়ে বললেন “জলদি গানা গাকে আও”।উফফ আমাদের ঘাম দিয়ে জ্বর ছাড়লো , আসলে বন্ধুটি ওনার উচ্চারণে বলেছিলেন খানা খাও , অর্থাৎ লাঞ্চ করে এস।

 

 

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>