| 29 মার্চ 2024
Categories
কোথায় কি খবরিয়া চলচ্চিত্র বিনোদন সিনেমা

২৮ মার্চ নন্দনে ঘোর

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

কলকাতার নন্দনে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৯’-এ ২৮ মার্চ প্রদর্শিত হবে কবি, নির্মাতা বীরেন মুখার্জী নির্মিত ‘ঘোর দ্য ইনটেন্স অব লাইফ’। অন্যান্য চলচ্চিত্রের সঙ্গে বৈকালিক পর্বে প্রদর্শিত হবে ‘ঘোর’। স্বাধীনতা পরবর্তী ক্ষত-বিক্ষত বাংলাদেশের একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার করুণ জীবনযাপন ও দাম্পত্য রসায়ন উপজীব্য করে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

এছাড়াও ‘ঘোর’-এর গল্পে উঠে এসেছে বাঙালির ঐতিহ্য, মিথ, ব্রিটিশ শাসনামলে নীল চাষের পরিপ্রেক্ষিত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি প্রসঙ্গ। আট দেশীয় এ চলচ্চিত্র উৎসবে এবছর বাংলাদেশ থেকে ৩৬টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র মনোনীত হয়েছে বলে ‘ঘোর’-এর কো-অর্ডিনেটর এসডি প্রিন্স জানান।

ছবিঃ সংগৃহিত

এ প্রসঙ্গে নব্বই দশকের কবি বীরেন মুখার্জী জানান, প্রথাগত চিন্তার বাইরে ভিন্নতর কিছু একটা উপহার দিতে ‘ঘোর’ দৃশ্যায়নের পরিকল্পনা মাথায় আসে। গল্পটি বাস্তব একটি ঘটনার সূত্রে লেখা হয়েছিল ১৯৯৭ সালে। সেসময় অধুনালুপ্ত ‘আজকের কাগজ’ সাময়িকীতে এটি প্রকাশিত হয়।
গল্পটি নিয়ে কয়েকজন নির্মাতা আগ্রহ দেখালেও তিনি কাউকে অনুমতি দেননি। সেই ‘ঘোর’ এখন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হচ্ছে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ‘ঘোর দ্য ইনটেন্স অব লাইফ’-এর চিত্রায়ণ হয় ঢাকার অদূরে গোপালগ্রাম খ্যাত সাভারের সদুল্লাপুর গ্রামে। এ সময়ে সোসাল মিডিয়ায় ‘ঘোর’ নিয়ে আলোচনাও হয়। তিনি ‘ঘোর’ সংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলী এবং যারা নানাভাবে সহযোগীতা ও উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
‘ঘোর’-এ অভিনয় করেছেন মঞ্চশিল্পী উম্মে হাবীবা, রাকিব হোসেন ইভন ছাড়াও তুষার প্রসূন, হিমাংশু দেব বর্মণ, সোমাইয়া আক্তার নদী, মাস্টর মাহিদসহ সদুল্লাপুর গ্রামবাসী। সিনেমাটোগ্রাফার ছিলেন রাসেল তুষার এবং প্রধান সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন রায়হান জয়।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত