আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি বিধায়ক তথা সে রাজ্যের স্পিকার প্রমোদ সাওয়ান্ত। জানা যাচ্ছে, আজই শপথ নিতে পারেন তিনি। পাশাপাশি, শরিকদের অভিমান ভাঙাতে জোড়া উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সুধীন দাভালিকর এবং গোয়া ফরওয়ার্ড পার্টির বিজয় সারদেশাই হচ্ছেন উপমুখ্যমন্ত্রী।