আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
ভয়ঙ্কর এক মনখারাপ আমার কাছে জবাবদিহি চায়,কেন আঁকড়ে থাকা, কেন খড়কুটো এই জীবন পুড়িয়ে ফেলে ছাইটুকু উড়িয়ে দেওয়া যায় না কিছুতেই। পড়ন্ত বিকেলের ঘাসহীন মাঠের পাক খাওয়া ধুলো চিনিয়ে যায় এমনটাই জীবন, এইসব ধুলোখেলা, খোলামকুচি মুহূর্ত…।চেনা অচেনার দন্দ্বে মুছে যায় সইবেলা , মিথ্যেকথনের সূর্যাস্ত রঙ।নিবে যাওয়া তারাদের দিব্যি আমি বাঁচতে চেয়েছিলাম। ভুলে যাওয়া কবিতারা আঁচল ধরে টানে এখনো। সেটুকুর জন্য ঘানিটুকু ঘোরা আর তেল বের হতে হতে ফুরিয়ে যাওয়া। এক হাত ধরে আছে বিশ্বাস , কিছুতেই তাকে মেরে ফেলতে পারছিনা বলে কেবলই ছিটকে পড়ছি কক্ষপথ থেকে।
ভয়ঙ্কর এক মনখারাপ প্রশ্নচিহ্ন হয়ে দুলছে মেঘলা আকাশে। স্মৃতির শরীরে রঙ থাকে, ধুয়ে গেলে কেমন লাগে দেখানোর জন্য। ঘুমের অতলে ডুবিয়ে মারছে কান্না। রাত গভীর হলে চুপিচুপি নিশি ডেকে নিয়ে যায় যে পাড়ায় , সে পাড়ায় আমার কোন ডাকনাম নেই,ঝিমধরা সুরে ডাক পড়ে সংখ্যার।
বিদায়ী সম্ভাষণে প্রিয় শব্দ উচ্চারণ করা নিষ্ঠুরতা সোনা, পাপ।
জন্ম ২১ মার্চ,১৯৭৮। নৃবিদ্যায় স্নাতকোত্তর। ছোট বড় লিটিল ম্যাগাজিন থেকে বিভিন্ন সংবাদপত্র, পত্রিকা ও ওয়েবজিনে নিয়মিত লিখেন। আবৃত্তি ও উপস্থাপনায় সমান জনপ্রিয়।