চলে গেলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুন জেটলি

Reading Time: < 1 minute

শনিবার নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (এইমস) প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি রাত ১২.০৭ মিনিটে মারা যান, যেখানে তিনি আগস্ট মাস থেকে চিকিৎসাধীন ছিলেন। শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য তাকে এইমস-এ আনা হয়েছিল। তিনি এখন দুই সপ্তাহ ধরে লাইফ সাপোর্টের অধীনে ছিলেন।

প্রয়াত প্রধানমন্ত্রী বাজপেয়ীর সরকার এবং নরেন্দ্র মোদীর সরকার উভয় ক্ষেত্রেই বিভিন্ন মন্ত্রকের প্রতি তিনি নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছিলেন। চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিলেও শেষ পর্যন্ত ডাক্তারেরা জবাব দিয়ে দেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিনের বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, অরুণ জেটলি জি-র মৃত্যুতে আমি একটি মূল্যবান বন্ধুকে হারিয়েছি। সমস্যা সমাধানের প্রতি তাঁর অন্তর্দৃষ্টি এবং বিষয়গুলির সংক্ষিপ্ত ভাবে বোঝানোর এক আশ্চর্য ক্ষমতা তার ছিল।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>