গরু নিয়ে গোঁড়ামি

Reading Time: < 1 minute

বিতর্কিত মন্তব্য করে ফের সমালোচনার মুখে পড়লেন বিজেপির আরও এক শীর্ষ নেতা৷ নেটিজেনদের মশকরার পাত্র হয়ে উঠলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত৷ কী বললেন তিনি? আত্মবিশ্বাসের সুরে জানালেন, ‘গরু আমাদের অক্সিজেন দেয়৷ সেজন্যই তাঁকে মায়ের স্থান দেওয়া হয়েছে’৷

সূত্রের খবর, দেরাদুনের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত৷ সেখানেই এই বিতর্কিত মন্তব্যটি করেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘গরু যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনই অক্সিজেন ছাড়েও৷ আমাদের বাঁচার রসদ দেয় বলেই তাকে মায়ের স্থান দেওয়া হয়েছে৷’’ এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, গোটা শরীরের জন্য গোবর ও গোমূত্র খুবই উপকারী। হার্ট-কিডনির রোগ নিরাময়ে তা সাহায্য করে৷ গরুর কাছাকাছি থাকলে টিবি রোগ সেরে যায়। দাবি করেন, বিজ্ঞানীরাও নাকি তাঁর এই মতবাদকে শংসাপত্রের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে৷

তবে এই প্রথম নয়, গরুকে নিয়ে মন্তব্য করে আগেও বিতর্কে জড়িয়েছেন ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা৷ প্রসঙ্গত, নির্বাচনের মরশুমে তিনি জানান, “আমি নিজে স্তন ক্যানসারে আক্রান্ত ছিলাম। আমি গোমূত্র পান করে আর পঞ্চগব্য গ্রহণ করে নিজেকে সারিয়ে তুলেছি। এটা সত্যিই কার্যকরী এবং আমি নিজেই তাঁর উদাহরণ।” তিনি দাবি করেন, স্রেফ গোমাতার গায়ে হাত বুলিয়েই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করা যায়। তিনি বলেন, “যদি আপনি গোমাতার পিছন থেকে গলার দিকে হাত বুলিয়ে দেন, তাহলে গোমাতা খুশি হন। আর এটা নিয়মিত করতে থাকলে আপনার ব্লাড প্রেসারও নিয়ন্ত্রণে থাকবে।” মালেগাঁও বিস্ফোরণে অন্যতম অভিযুক্তের এই মন্তব্য নিয়েও সমালোচনার ঝড় ওঠে৷ সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিশানা করে নেটিজেনদের একাংশ৷

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>