Reading Time: < 1 minute
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন গম্ভীর নিজেই। আনুষ্ঠানিকভাবে শুক্রবার যোগ দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি- বিজেপিতে। বিজেপির সদর দপ্তরে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন গম্ভীরকে। নভোজ্যাত সিং সিধু, মোহাম্মদ আজহারউদ্দিনের পর আরেকজন ক্রিকেটারের পা পড়ল ভারতীয় রাজনীতিতে।
কেবল রাজনীতিতেই যোগদান নয়, দেশটির সংবাদমাধ্যমের আভাস আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীও হতে চলেছেন গম্ভীর। ভারতীয় সাবেক ওপেনারের নির্বাচনী আসন হতে পারে কেন্দ্রীয় নয়াদিল্লী আসন। বর্তমানে এই আসনের নির্বাচিত সাংসদ হলেন বিজেপির মীনাক্ষী লেখি। তবে তাকে সরিয়ে সেই আসনে প্রার্থী করা হতে পারে গম্ভীরকে। তার বাড়ি আবার এই আসনটির রাজেন্দ্র নগরে।
সূত্রঃ জি নিউজ
Related