আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
১১
অক্ষর গুপ্ত পাতলা গড়নের মানুষ। টিপিকাল নিরীহ বাংগালী ভদ্রলোক। চুলটা কমে এসেছে কিঞ্চিৎ।
খালি গোল কালো ফ্রেমের চশমার পিছনে চোখদুটো অসম্ভব চকচকে। কেউ খেয়াল করে না চট করে।
উনি তাই চুপচাপ মানুষ দেখার কাজটা চালিয়ে যান সাফল্যের সংগে।
কাস্টমস একটা হাংগর তিমি অধ্যুষিত অন্তহীন সমুদ্র।
অক্ষরবাবু অনেক ওপরের পদে আছেন, খুব সন্তর্পণে।
ওনার সব সময়েই প্রিন্সিপাল হল, সমুদ্রের ঢেউয়ের তলার লুকোনো হিমশৈল হিসেবে টিকে থাকা।
প্রায় অদৃশ্য হয়ে থাকতে আপ্রাণ চেষ্টা করেন লোকটি।
পারমিতার সংগে অক্ষরের ভারি ভাব।
পড়াশোনা করার সময় থেকেই দুই ভাইবোনে মগজাস্ত্রে ডুয়েল লড়ে।
ভাল বই পড়লেই এ ওকে বলে, শোন শোন।
পছন্দের জোকস পেলে ফোনায়, আর খ্যাক খ্যাক করে হাসে। মোদ্দা কথা গলায় গলায় ভাব দিদিতে আর ভাইয়ে।

পেশায় ডাক্তার, নেশায় গল্প,কবিতা ও নৃত্য