হাইকু সিরিজ | সৌরভ দত্ত
জন্মগত
আহত ইতরজন্ম
খেয়ে চলে
আঁশ ফলের বন।
ট্রয়টেন
বরফের পেয়ালায়
চুমুক দিচ্ছে
ঘুমন্ত ট্রয়টেন।
ভাড়াটে
ভাড়াটে জানে না
নিরবতা দুপুরের
টেলিগ্রাম জোন।
টিনটিন
পুকুরধারে নিহত
পড়ে থাকা গাছ
টিনটিনের ক্যাপ্টেন।
টিলা
আলো হয়ে ওঠা
পাখিদের ডিম
পাথুরে টিলা।
ঢেঁকিশাল
ঢেঁকিশালের সামনে
ফুল হয়ে ফুটছে
ক্ষর্বুটে চাঁদ।
শাক
কোঁচড় ভর্তি শাকে
মুখ তোলে
মৃত রোমকূপ।
উকুন
উকুন বাচতে থাকা
পাগলীটার কোলে
আলোছায়া গান।
বাড়ি
আরণ্যক বাড়ি
ছিঁড়ে ফেলা
নীল পোশাক।
কাঁচি
ভাঁড়ে চা ফোটে
খরিদ্দারের হাত
লম্বা কাঁচি।
আলজিভ
আলজিভ কেটে
নেওয়া মাটি
লুপ্ত ইতিহাস।
সরস্বতী
নরম বাঁশের সেই
বাদামী আঁশ
একমেটে স্বরস্বতী।
চোখ
পেঁজা তুলোর চোখে
দুধসাদা কাস্তে
আসন্ন শরৎ।
পদক্ষেপ
ব্যর্থতার পদক্ষেপ
ভিটেছাড়া
কুকুরের কান্না।
ব্লগ
ব্লগ থেকে ব্লগে
হাতড়ানো কবিতা
বাতিল চিরকুট।
ওয়াকার
ওয়াকার ধরে
হাঁটাতে থাকা মা
টলটলে পেঙ্গুইন।
লাফিং বুদ্ধ
লাফিং বুদ্ধের
হাসি গলন্ত
হিমসোপান।
নিউক্লিয়াস
প্রোক্যারিওটিক সকাল
সাজাচ্ছে
ভয়ের অরিগ্যামি।
আইনস্টাইন
আইনস্টাইনের বুটে
বাঁধা থিওরি
ভগ্ন রিলেটিভিটি।
ম্যুরাল
বেকার স্ট্রিটের
রহস্যময় ম্যুরাল
শার্লক হোমস।

পিতা-গোবিন্দ দত্ত,জন্ম তারিখ -১৪/১২/১৯৮৭,শিক্ষাগত যোগ্যতা-সাম্মানিক বাংলা স্নাতক (কলকাতা বিশ্ববিদ্যালয়),পেশা-গৃহশিক্ষকতা।সম্পাদিত পত্রিকা -‘কবিতা তোমাকে’ ও ‘মাজু পুঁথিপত্র’।প্রথম কবিতার বই-‘সোহাগি হরিণ তুমি’,।এছাড়া উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ-‘অন্ধকার রোমান্টিক'(যৌথ),’জেগে আছো হিমরক্ত?’,’ভ্যালেন্টাইন কবিতাগুচ্ছ’, ও ‘রক্তপাখির গান।উল্লেখযোগ্য পুরস্কার ‘পশ্চিমবঙ্গ ছোট পত্রিকা সমন্বয় সমিতি’-র পুরস্কার ‘কবিতা তোমাকে’-র প্রতিবাদ সংখ্যার জন্য (২০১৮)।সম্মাননা-‘সপ্তপর্ণ সাময়িক পত্রিকা সম্মাননা'(২০১৯)।পত্রিকার উল্লেখযোগ্য সংখ্যা-‘সিরিয়ার গণহত্যা’ ও ‘প্রতিবাদ’ সংখ্যা’।যন্ত্রস্থ -‘বিশেষ কবিতা’ সংখ্যা।]