হরিৎ বন্দ্যোপাধ্যায়-এর পাঁচটি কবিতা
মনের মানুষ
————-
কচি কচি পাতা
ফুলে ভরা গাছ
মনের মানুষের ছবি দেখতে পাচ্ছো?
তুমি ফুল তুলবে?
*********
রঙের গর্ত
———–
তুলির কথা বলা কয়েক দিনের
তুলির ঝড় মাত্র কয়েক ঘন্টার
তারপর যে যার নিজের
রঙের গর্তে ঢুকে যাবে ।
***********
আমি
——-
নদীর দু’পারের ডাক
আমার পরিচিতি
আর উদাসীনতা —-
আমার সংযম ।
*************
বসন্ত
——
তুমি বললে, ত্রিশটা বসন্ত পেরিয়ে এলাম
এর মানে কী হেঁটে হেঁটে পার হওয়া ?
সবাই যেমন নদী পার হয় ?
কোথায় তোমার শিমুল ?
পলাশের তো নামগন্ধ নেই
তুমি কী উড়তে উড়তে বসন্ত পার হলে ?
*********************
সিঁড়ি
——
আমার ভাবনার মধ্যে
কখনও সিঁড়ি ছিল না
চললে সিঁড়ি তো লাগেই
তাই রাস্তায় সিঁড়ি আসে
সিঁড়ি তো আসলে রাস্তা
নদীর এগিয়ে চলার পথ
সিঁড়ি দিয়ে ওপরে উঠি নি
সিঁড়ি দিয়ে নিচেও নামি নি

কবি