Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

পীযুষকান্তি বিশ্বাসের কবিতাগুচ্ছ

Reading Time: 2 minutes

১৫ মে কবি পীযুষকান্তি বিশ্বাসের জন্মতিথি। ইরাবতী পরিবার কবিকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।

ম্যাপ রিড্যুউস

 

রান্নাঘরে ফোড়ন মাথায়

মাথায় এই মুহূর্তে পাঁচফোড়নের গন্ধ

দুপুরের মেনু থেকে সাদা ভাতের সঙ্গে

বাদ গেলো হলুদবাটার সঙ্গে ধানি শোলের টক

বাদ গেলো শ্রীহরি মান্নার সঙ্গে বিনয় সংযোগ

রিড্যুউস হয়ে যায় ক্রমাগত বাংলা

গর্দান অব্দি ম্যাপিং হচ্ছে গন্ধচিত্র

এই এতদূর দিল্লির কোন এক বাঙালি কলোনি

মহাবীর এনক্লেভের কোন এক রন্ধনশালায়

কচুর লতির গন্ধে মম করছে উপমহাদেশ

আধভাজা রসুনের সঙ্গে এই পরাভয়

কবিতার দ্যোতনার সঙ্গে কখন কি জানি ম্যাপ হয়ে যায়

.

এখন বিপরীতে সাদা রেখেছি যখন

পরপর ঘটে আসা ক্রিয়া নিয়ে কাল হলো বেশ

সিরিজের পর সিরিজ

হাই-টেনশন তারে বসে থাকা পাখিদের নিয়ে ছবি আঁকি

নীল, আসমানি, হলুদ, কমলা

ঠোক্করের পর ঠোক্কর

পাখিদের ঠোট

রিড্যুউস করে ফেলে ঘুম ভাঙানিয়া গান

এই বিরতিতে রেখেছি একলা কমলা

আর আচমকা বিদ্যুৎ-গতিতে ছলকে ওঠা নীল

হিসাবের ওপারে হিসাব নিয়ে

রিড্যুউস হয়ে যাওয়া শূন্য

ওঠা নামা করা পাতার অংক

অংকের পাতা

অগুনতি প্রতিলিপিসমূহ

ছিঁড়ে যাওয়া খাতা থেকে ঝেড়েবেছে ফেলে দিই

কাটাছেঁড়া নির্লিপ্ত পঙক্তি

দেখি আসন্ন বিকেলের ম্যাপ

নিজস্ব দর্পণে ঘুরে ফিরে আসা গোধুলিলগন

যে তিমির সেই তিমির

আকাশের দূর নিয়ে

দূর থেকে বাদ হয়ে যায়

একলা বেগুনী

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

মর্নিং ওয়াক

কতটা পথ চললে পথিক হওয়া যায়

আর কতটা পেছনে চললে দেওয়াল আসে ?

পথিক হওয়া হয়নি

        পায়ে অনেক পথ

পিছন টা কাছে তাই, মার্চ করে এসে

       দেওয়ালে-ই ঠেকালাম পিঠ

তারপর , যুদ্ধ

কি পেলাম ? রক্তরাঙা ভোর ?

               ল্যাংড়া স্বাধীনতা ?

আমার রক্তে এখনো হেঁটে বেড়ায় লোহিত রক্তকণা,গলিমুখে মেদ

হৃদয়ের অলিন্দে জটলা

কারা ভাঙছে অনবরত ট্রাক, লরি, বাস, দোকানের কাঁচ

জ্বালাচ্ছে সরকারি খাতাপত্র

আর মাইকে উগরাচ্ছে গলিত লাভা

পথকে একে নিয়েছে রেটিনার মানচিত্র

ঘুম থেকে উঠে

ভোরের হাওয়ায় হেঁটেই দেখিনি অনেকদিন

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>