মানুষের মূত্রেই চাঁদে গড়ে উঠবে ঘর বাড়ি
কি ভাবছেন এটা কোনও কল্প-বিজ্ঞানের কথা নাকি রূপকথার গল্প? না এটা কোনো গল্পই নয় বরং ভবিষ্যৎ। অনেকেই মনে মনে চাঁদে বাড়ি বানানোর কথা ভাবেন। কিন্তু সে বাড়ি যদি তৈরি হয় মানুষেরই মূত্রে, তবে কেমন হবে! ভাবছেন হয়তো পাগলের প্রলাপ, কিন্তু তা একেবারেই নয় ইউরোপীয়ান স্পেস এজেন্সির বা ESA এর মতে, চাঁদে ঘর বানাতে হলে পৃথিবী থেকে সরঞ্জাম নিয়ে চাঁদে পাড়ি দেওয়ার কোনও দরকার নেই। মহাকাশচারীদের মূত্র দিয়েই সেখানে মজবুত বাড়ি বানানো সম্ভব।
পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে দিনে–রাতে উষ্ণতার তারতম্য মারাত্মক। দিনে সর্ব্বোচ্চ ১১৪ ডিগ্রি সেলসিয়াস হলে রাতে সর্বনিম্ন —১৭১ ডিগ্রিতে নামতে পারে পারদ। এই আবহাওয়ায় মূত্রে থাকা ইউরিয়ার সঙ্গে চাঁদের মাটি মিশলে তৈরি হয় টেকসই কংক্রিটের, যা দিয়ে চাঁদে ঘর বানানো বেশ সহজসাধ্য। অন্তত এমনটাই বলছেন ইউরোপীয়ান স্পেস এজেন্সির গবেষক বিজ্ঞানী মার্লিস আর্নহফ। যদিও চাঁদের মাটিতে এইভাবে বাড়ি নির্মাণ প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তবে গবেষনাগারে এ বিষয়ে চলছে নিরন্তর গবেষণা। মূত্র দিয়েই যদি চাঁদের বুকে বাড়ি বানিয়ে ফেলা যায়, তবে ভবিষ্যতে গবেষণার কাজ আরও সহজতর হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
তাহলে আর দেরি কেন? প্রস্তুত হন আগামী দিনের জন্য।

বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্যে ইরাবতী নিউজ ডেস্ক। খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য সহ নানা বিষয়ে ফিচার ও বিশ্লেষণ।