| 17 এপ্রিল 2024
Categories
সাক্ষাৎকার সাহিত্য

ইচ্ছা করেই একটা ইমেজকে আমি কমপ্লিট করি না: উৎপলকুমার বসু

আনুমানিক পঠনকাল: 11 মিনিট

কবি উৎপলকুমার বসু গত শতকের পঞ্চাশের কবি হয়েও একরকম আড়াল থেকেই নির্মাণ করেছিলেন তাঁর স্বতন্ত্র কাব্যভাষা। শক্তি, সন্দীপন, সুনীল, শঙ্খ, বিনয়দের সমসাময়িককালে শুরু হয়েছিল তাঁরও যাত্রা। মৃত্যুর আগের দুই দশক হয়ে উঠেছিলেন বাংলা কবিতার অনিবার্য নাম। এক পর্যায়ে তিনি হয়ে ওঠেন কবিদেরও কবি। অসংখ্য কবি সৃষ্টির অভিযোগে কলকাতায় তাঁকে অভিযুক্ত করেছিলেন কাব্যশুভার্থিগণ। খুব সম্ভব ২০০৬ সালে তিনি ঢাকায় এসেছিলেন কবিতা পরিষদের আমন্ত্রণ পেয়ে। সে-সময় এক বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বসে তাঁর কাব্যভুবন নিয়ে এই আলাপচারিতায় অংশ নিয়েছিলেন সংবাদ পত্রিকার সাহিত্য সম্পাদক ও কবি ওবায়েদ আকাশ। সাক্ষাৎকারটি ০৮ অক্টোবর, ২০১৫ দৈনিক সংবাদ-এ প্রকাশিত হয়েছিলো। 


ওবায়েদ আকাশ: আপনার সাম্প্রতিক কবিতাগুলো আকৃতিতে ছোটো, এবং মনে হয় আরও কী যেন বলার আছে, অথচ আপনি না বলে ছেড়ে দিচ্ছেন। এটা কি বার্ধক্যের কারণে, নাকি ইচ্ছাকৃত?

উৎপলকুমার বসু: বার্ধক্য তো একটা প্রধান কারণ বটেই।

ওবায়েদ আকাশ: আপনার অনুরাগীরা মনে করেন আপনি এক্সপেরিমেন্ট করছেন।

উৎপলকুমার বসু: দেখো, আমি আমার লেখালেখি সম্বন্ধে বলতে একদম অক্ষম। এর রসায়নটা কী, সেটা আমি বলতে পারবো না।

ওবায়েদ আকাশ: নিজের লেখা সম্বন্ধে অনেকে আত্মপ্রশংসামূলক কথা বলেন বা লেখালেখি করেন; এমনকি বিনয় মজুমদারও তাঁর বিভিন্ন সাক্ষাৎকার এবং লেখালেখিতে আত্মপ্রশংসা করেছেন। এটাকে আপনি কী চোখে দেখেন?

উৎপলকুমার বসু: আমার মনোজগতের বাইরে এগুলো। এগুলো সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে পারবো না। যদি এটা করে থাকেন বিনয়ের মতো কবি, সেটার পেছনে একটা কারণ আছে বোধ হয়, সেটা নিছক আত্মপ্রশংসা নয় সম্ভবত, আমি জানি না ঠিক।

ওবায়েদ আকাশ: আপনার কবিতার আলাদা একটা স্বর আছে। শব্দ ব্যবহার এবং উপস্থাপনায় একটা ভিন্নতা আছে। লেখার আগে-পরে হয়তো অনেকের লেখাই পড়ে থাকেন, সেই প্রভাব কীভাবে কাটিয়ে ওঠেন?

উৎপলকুমার বসু: দেখো, যে যখন কবিতা লেখে, তার আগেও কেউ নেই, পেছনেও কেউ নেই। সে একা লেখে। কিন্তু তার একটা বিশাল অবচেতন মন রয়েছে। সেই অবচেতন মনে কে কী কনট্রিবিউট করেছে, সেটা বলা মুশকিল। মনস্তাত্ত্বিকরা বলেন, যৌথ অবচেতন বলে একটা কথা আছে। যেমন, আমি কখনো বরফ পড়া দেখিনি। কিন্তু আমার যৌথ অবচেতন মনে বরফ পড়ার স্মৃতি রয়েছে। হয়তো হাজার হাজার বছর আগে আমার পূর্বপুরুষ বরফ পড়া দেখেছে, কানেকটিকাট কনশাসে রয়ে গেছে। তো কে কী কার কাছ থেকে পেয়েছি, সেটা বলা মুশকিল। আর আমি মূলত যেটা করি, অনেক সময় আমি কবিতায় খণ্ড ইমেজারি ব্যবহার করি। ইচ্ছা করেই একটা ইমেজকে আমি কমপ্লিট করি না। এটার একটা কারণ হলো, আমার পাঠকের ওপর আমার গভীর বিশ্বাস। আমার ধারণা, বাকি অর্ধেকটা পাঠক নিজেই পূর্ণ করে নেবে। আমার লেখা কেউ মানসিকভাবে সক্রিয় হবে এটা হয় না, তাকে কিছু না কিছু দিতে হবে।

ওবায়েদ আকাশ: আপনার অধিকাংশ কবিতায় দেখা যায় বিষয়ের কোনো পারম্পর্য নাই। কবিতায় পারম্পর্য থাকাটা কি কোনো শর্ত, নাকি পারম্পর্য না থাকাটা একটা বৈশিষ্ট্য?

উৎপলকুমার বসু: এই যে তুমি সারাদিন কাটাও, তার কী কোনো পারম্পর্য আছে? এই যে এখন আমরা ক্যান্টিনে বসে চা খাচ্ছি, গল্প করছি, এর পর কে আমরা কোথায় যাবো, তার কি কোনো পারম্পর্য আছে? এটা তো উন্মাদের জগত।

ওবায়েদ আকাশ: বাংলাদেশে যে তরুণরা এখন মূলধারায় লেখালেখি করছে, তাদের মধ্যে তো আপনি ব্যপকভাবে জনপ্রিয়, কখনো কি ভাবেন কেন তারা আপনার কবিতা এত পছন্দ করে?

উৎপলকুমার বসু: তোমার এই উক্তির মধ্যে সন্দেহ আছে। আমি যে জিনিস লিখি, সেটা কোনোদিন জনপ্রিয় হতে পারে না। কিছু কিছু লোকের মনের গভীরে প্রবেশ করতে পারে।

ওবায়েদ আকাশ: বলতে চাচ্ছি তরুণ কবিতাকর্মীদের মধ্যে প্রিয়।

উৎপলকুমার বসু: হ্যাঁ, সেটা সম্ভব। এর কারণ হলো, আমরা মনে হয় একই মনোজগতের অধিবাসী। এবং কলকাতায় অনেকে ঠাট্টা করে বলে যে, আমি নিজে এত কবি সৃষ্টি করেছি, যদি অভিযোগ করা হয়, বাংলায় এত কবি কেন, তাহলে নাকি আমাকেই প্রথম কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে এটা খুবই গৌরবের কথা! কবিতা যিনি লিখবেন তিনি এত বেশি স্বাধীনতাকামী, সত্যি কথা বলতে কী, যারা ফিল্ম করেন, ছবি আঁকেন, তাদেরও একটা পিছুটান আছে। আমাকে ভাবতে হবে আমার ছবি বিক্রি হবে কিনা, আমার ফিল্ম কে দেখবে। এসব আর কী। কিন্তু কবিরা এদিকটায় একদম ঢুকতে চায় না। আমি কি জানি না কীভাবে বিখ্যাত হওয়া যায়! খুব ভালোভাবেই জানি। কিন্তু আমি তা চাই না। এটা আমার একটা গোয়ার্তুমি বলতে পারো। এটা আমার ঘাড় বাঁকা কথা বলতে পারো।

ওবায়েদ আকাশ: ‘চৈত্রে রচিত কবিতা’ আপনার প্রথম কবিতার বই। আপনি বলেছেন, এটা আপনার স্কুল জীবনে লেখা। এ বইটি বের করার অভিজ্ঞতা এবং লেখালেখির শুরুর পর্বের অভিজ্ঞতা আমাদের বলবেন?

উৎপলকুমার বসু: তুমি যেটা জানতে চাচ্ছ, সেটা তো প্রস্তর যুগের কথা। তুমি আমাকে প্রস্তর যুগ সম্বন্ধে বলতে বলছো। এত কী আর স্মৃতিতে আছে, কীভাবে শুরু করলাম। ওই সব একসঙ্গে আড্ডা দিতাম। ‘চৈত্রে রচিত কবিতা’র প্রকাশক হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়। এবং আমরা সবাই খুব টিউশনি-ফিউশনি করতাম; করে পয়সা রোজগার করতাম। তার থেকে বই বেরুত, কৃত্তিবাস পত্রিকা বেরুত। এইভাবে লেখা আর কী।

ওবায়েদ আকাশ: তখন কারা কারা একসঙ্গে আড্ডা দিতেন?

উৎপলকুমার বসু: আমার খুব বন্ধু ছিলেন, এখন তিনি অত লেখেন না, আনন্দ বাগচী, সুনীল গঙ্গোপাধ্যায়, দীপক মজুমদার, পরে এসছেন শক্তি চট্টোপাধ্যায়, সন্দীপন চট্টোপাধ্যায়, শরৎকুমার মুখোপাধ্যায়… এঁরা কয়েক বছর পরে এসছেন।

ওবায়েদ আকাশ: আপনি কি শুরু থেকেই প্রাতিষ্ঠানিক কাগজগুলোতে লিখতে শুরু করেন, নাকি প্রথম প্রথম আপনিও প্রতিষ্ঠিত ছিলেন?

উৎপলকুমার বসু: প্রতিষ্ঠানবিরোধী কী বলবো। লোভ কি হয় না, একটা বড় কাগজে লিখি? কনফিউশন, কনফিউশন। আমি একবার দেশ পুজো সংখ্যায় লেখা পাঠিয়েছিলাম। ১৯৫৩ সাল। তো সেটা ছাপাও হয়ে গেল। একপাশে জীবনানন্দ দাশ, একপাশে বুদ্ধদেব বসু, আর পায়ের নিচে পাঁচ ছ’লাইনের আমার একটি কবিতা। কবিতাটা ছাপিয়েছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমাকে আনন্দ বুঝালো, কাগজটা অফিসে গিয়ে নিয়ে আসতে হবে, তা না হলে হাতে পেতে দেরি হবে। তো আমি গেলাম, নিরেন দা আমাকে কাগজটা দিলেন। আর বললেন, টাকাটা মাসখানেক পরে মানি অর্ডারে যাবে বাড়িতে। আমি খুব ঘাবড়ে গেলাম। আমার প্রথম সমস্যা হলো, আমার বাড়িতে কেউ লেখালেখি করে না, আর আমি পড়ি সায়েন্স। আমি কবিতা লিখছি শুনলে, বাড়িতে একটা বিপ্লব হয়ে যাবে। আমি, আমার বাবা আর বোন একসঙ্গে থাকতাম। আমি আমার বোনকে বললাম, এরকম মাসখানেক পর এক লোক কিছু টাকা নিয়ে আসবে, তুই সই করে টাকাটা নিয়ে নিস। বাবা যেন না দেখে। হায়, এমনই কপাল যে, পোস্টম্যান গিয়ে বাবার কাছেই ওটা দিয়েছে। লেখা থাকে না, দেশ পত্রিকার অতো তারিখে, লেখা ছাপা হওয়ার সম্মানী বাবদ এত টাকা, তো এটা পড়ে বাবা বললেন, তুই কী লিখেছিস, আন তো দেখি পত্রিকাটা, তুই কী লিখেছিস! আমার বোন আবার বলছে, বাবা, দাদা যা করেছে, ঠিকই করেছে, তাতে তোমার কী? তবু বাবা বলে, না দেখি ও কী লিখেছে। আমি তখন ফার্স্ট ইয়ারে না সেকেন্ড ইয়ারে পড়ি। আমাদের বাড়িতে বাবার বয়সী কয়েকজন লোক ছিলেন। একজনের নাম ফটিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাকে দেখিয়েছিলাম। তিনি পড়ে বললেন, আমি এর কিছুই বুঝলাম না। কিছুদিন আগে আমি নিরেন দাকে বলেছিলাম, দাদা দেশে যে আমার পাঁচ-ছ’ লাইনের একটা কবিতা ছাপিয়েছিলেন, জায়গাটা খালি ছিল বলে ছাপিয়েছিলেন। নিরেন দা আমাকে বললেন যে, না, দেশ-এ সে রকম হয় না। সেবার আমি আরেকটা লেখা পাঠিয়েছিলাম পূর্বাশা কাগজে। সঞ্জয় ভট্টাচার্য সম্পাদক ছিলেন, সেটা ছাপা হয়েছিল। তো সেই আমি লাস্ট লেখা পাঠিয়েছি। মানে অনাহূত লেখা পাঠিয়েছি। পূর্বাশার একটা কপি নিয়ে পূর্বাশার অফিসে গেলাম, সেখানে দেখি সঞ্জয় বাবু খালি গায়ে বসে আছেন টেবিলের ওপর। তখন সকাল সাড়ে এগারোটা-বারোটা। গ্রেট ম্যান। তিনি আমাকে আমার কবিতা থেকে ব্যাখ্যা করে শোনালেন। আমি তো স্তম্ভিত। কবিতাটায় জীবনানন্দ প্রভাব ছিল। বিদিশা-টিদিশা এসব ছিল। তো উনি আমাকে বললেন, তুমি যে বিদিশা লিখেছো, জানো তো এর ইতিহাস কী? উনি আমাকে বিদিশার ওপর একটা লেকচার দিলেন। বিম্বিশা আমাকে বোঝালেন, আমি তো অবাক হয়ে শুনে যাচ্ছি, আমি কিছুই জানি না। না জেনেই এগুলো ঢুকিয়ে দিয়েছি। তারপর সঞ্জয়দা আমাকে বললেন, তোমাকে পূর্বাশার জন্য একটা কাজ করতে হইবো। আমি বললাম, কী কাজ? বললেন, ঐ আলমারিতে যাও ওখানে লুইস ম্যাকনীসের একটা কবিতার বই আছে, ওইটা অনুবাদ করতে হইবো। আমি বইটা পেড়ে দেখি ইংরেজি কবিতা, তার ওপর অন্ত্যমিল দেয়া কবিতা। চার লাইন চার লাইন করে। তিনি ভারতবর্ষে বেড়াতে এসে মহাভারত পড়ে অভিভূত হয়ে লিখেছিলেন, একটাই কবিতা, দীর্ঘ কবিতা। একটা বই। দেখে আমি ভাবলাম, বিপদে পড়েছি, লেখালেখি ছেড়ে দেব ঠিক করেছি। এ সব করতে হলে তো গেছি। আমি বললাম যে, এ আমারে দিয়া হইবো না। উনি বললেন, না তুমি পারবে। আমার একটা সুবিধা হলো, আমি বিজ্ঞানের ছাত্র, সবাই মনে করতো, আমার লেখালেখি কোনো ব্যাপার না। এ টুকটাক লিখছে, এসব থাকবে না। আমি এর সুযোগ নিলাম। সঞ্জয়দাকে বললাম যে, দেখুন, আমি সায়েন্স পড়ি, আমি অত ভালো ইংরেজি জানি না। তখনকার দিনে সায়েন্স তো পড়তো বোকারা। ভালো ছাত্ররা ইংরেজি, ল, ইকোনোমিক্স পড়তো। তারপরও উনি আমাকে দিলেন। পূর্বাশা ত্রৈমাসিক কাগজ। বললেন, তিন মাস সময় আছে। আমি বাড়িতে নিয়ে এলাম। উল্টেপাল্টে দেখলাম। তারপর, ২/৩ মাস পর যথারীতি ফেরত দিয়ে বললাম, আমাকে দিয়ে হবে না। আমাকে খুব ভালোবাসতেন সঞ্জয়দা। খুব। আমাকে আর তারাপদ রায়কে ভালোবাসতেন। আমাদের দু’জনকে অসম্ভব ভালোবাসতেন। আর আমিও সঞ্জয় বাবুর একেবারে চ্যালা ছিলাম। সঞ্জয় বাবু আমাকে একবার বুঝিয়েছিলেন, গল্পটা আমি অনেককে শুনিয়েছি, বুঝিয়েছিলেন, সভ্যতার শুরু হচ্ছে কুমিল্লা থেকে। আর্যরা কুমিল্লার লোক, কুমিল্লা থেকে চারদিকে ছড়িয়ে পড়েছে। আমরা চিরদিন শুনেছি যে, মধ্য এশিয়া থেকে আর্যরা ভারতবর্ষে এসছে, উনি তার পুরো উল্টো। আমাকে বলতো কুমিল্লা কথাটার মানে কী কও তো? কুমিল্লা হইলো ‘কুর্ম’ আর ‘ইলো’। কুর্ম মানে কচ্ছপ, আর ইলো মানে জল। জল থেকে কচ্ছপ ভাইসা উঠলো। আর কচ্ছপের পিঠে সভ্যতা ভাইসা উঠলো। এক অদ্ভুত পাগল লোক ছিলেন সঞ্জয় দা। প্রতিদিন সন্ধ্যায় এরকম এক একটা গল্প শোনাতেন। সঞ্জয়দা বাংলাদেশের কুমিল্লার লোক ছিলেন।

[সঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে এ রকম মাখামাখির সময় উৎপলকুমার বসু মাত্র ইন্টারমিডিয়েটের ছাত্র। তিনি ভূতত্ত্বে এমএসসি ডিগ্রি নেওয়ার পর কলকাতার আশুতোষ কলেজে শিক্ষকতা শুরু করেন। এরই মধ্যে চালিয়ে যান লেখালেখি। ১৯৬৪ সালে কলকাতা ছেড়ে চলে যান বিলেতে। ’৬৪ সাল পর্যন্ত উৎপলের প্রকাশিত গ্রন্থসংখ্যা মাত্র দুটি: ‘চৈত্রে রচিত কবিতা’ এবং ‘পুরী সিরিজ’। ১৯৭৮ সালে ফিরে আসেন বিলেত থেকে। তার দুটি গদ্যের বই ‘নরখাদক’ প্রকাশিত হয় ১৯৭০ সালে, এবং ‘ধূসর আতাগাছ’ প্রকাশিত হয় ১৯৯৪ সালে। তার অন্যান্য কবিতার বই আবার পুরী সিরিজ/১৯৭৮, লোচনদাস কারিগর/১৯৮২, খণ্ডবৈচিত্র্যের দিন/১৯৮৬, শ্রেষ্ঠ কবিতা/১৯৯১ এবং ‘সালমা-জরির কাজ’ প্রকাশিত হয় ১৯৯৫ সালে। এরপর গত ১১ বছরে উৎপলকুমার বসু লিখেছেন অনেক। এ সময়ের ক্ষুদ্রাকৃতির কাব্যগ্রন্থগুলো শরীরচিহ্ন, কহবতীর নাচ, নাইটস্কুল, টুসু আমার চিন্তামণি, মীনযুদ্ধ, বক্সীগঞ্জে পদ্মাপারে, তীর্থ ও উদ্যান, সুখ-দুঃখের সাথী। দীর্ঘ ১৪ বছরের প্রবাস জীবনে উৎপলকুমার বসু লেখালেখি প্রায় ছেড়েই দিয়েছিলেন। নানা প্রকার অলেখকসুলভ কাজকর্মেই কেটেছে তার প্রবাস দিনগুলি। দেশে ফিরে এখন তিনি পুরো মাত্রায় মগ্ন এক লেখক হলেও, তার সমসাময়িকদের তুলনায় তার রচনা সম্ভারের পরিমাণ অনেকটাই কম। এজন্য তার কোনো অনুশোচনা, দুঃখ, আফসোস কিছুই যেন নেই। আর এ জন্য তিনি তাঁর কবিতা সংগ্রহের ভূমিকায় বুঝি মজা করেই লিখেছেন, ‘যে-সামান্য কবিখ্যাতিটুকু আমার আছে তার অন্যতম কারণ হয়তো এই যে আমার বইগুলি দুষ্প্রাপ্য।’ উৎপলকুমার বসু জন্মগ্রহণ করেন ১৯৩৭ সালে, কলকাতার ভবানীপুরে। বর্তমান বাস কলকাতার গড়িয়াহাটে, মেঘমল্লারের ফ্ল্যাটে।]

ওবায়েদ আকাশ: কলকাতায় ফিরে এলেন ১৯৭৮ সালে, এর মধ্যে প্রচুর লোখালেখি করেছেন। আপনার বেশ কটি বই বেরিয়েছে। আবার কীভাবে বন্ধুদের সঙ্গে মিলে গেলেন?

উৎপলকুমার বসু: কে বলেছে তোমাকে আবার মিলে গেছি? আমার বই বেরিয়েছে, বলতে পারো আমার বন্ধুভাগ্য খুব ভালো। এটা একটা কারণ। আর একটা কারণ হলো, আমার মধ্যে কোনো স্বার্থের ধান্ধা নেই। আমি যে বিলেতে গেলাম, আমার এক বন্ধুই আমাকে সেখানে নিয়ে গিয়েছিল।

ওবায়েদ আকাশ: কলকাতার জীবন আর বিলেতের জীবনের মধ্যে কেমন পার্থক্য মনে হয় আপনার? কলকাতায়ই ভালো আছেন, নাকি বিলেতেই ভালো ছিলেন?

উৎপলকুমার বসু: কলকাতায়ই ভালো আছি। বংলাদেশে এসে আরো ভালো আছি। কথাটা একদম আন্তরিকভাবে বলছি।

ওবায়েদ আকাশ: বাংলাদেশের কবিদের কবিতা সম্পর্কে আপনার ধারণা কী?

উৎপলকুমার বসু: সত্যি কথা বলতে কী, তোমরা যারা লিখছো, তোমাদের প্রজন্মের কবিদের মধ্যে একটা আইডেন্টিটি খোঁজার প্রবণতা আমি লক্ষ্য করছি।

ওবায়েদ আকাশ: সম্প্রতি কবিতা পাক্ষিক থেকে প্রভাত চৌধুরী সম্পাদিত পোস্টমডার্ন বাংলা কবিতা নামে একটি সংকলন প্রকাশিত হয়েছে যেখানে আপনার কিছু কবিতা ঠাঁই পেয়েছে। নিজেকে কি পোস্টমডার্ন কবি দাবি করেন?

উৎপলকুমার বসু: সেটা প্রভাত চৌধুরী কী বলে, হা… হা… হা…।

ওবায়েদ আকাশ: সেখানে আবার জীবনানন্দ দাশের কবিতাও কিন্তু নিয়েছেন।

উৎপলকুমার বসু: ভারতচন্দ্রও নিতে পারত। এগুলো সব।

ওবায়েদ আকাশ: পোস্টমডার্নিজম নিয়ে এই যে হট্টগোল, আপনি কী ভাবেন?

উৎপলকুমার বসু: পোস্টমডার্নিজম নিয়ে কিছু তাড়না তৈরি হয়েছিল, কিন্তু নাইন ইলেভেনের পর তার সবকিছু স্তিমিত হয়ে গেছে।

ওবায়েদ আকাশ: কী রকম তাড়না তৈরি হয়েছিল?

উৎপলকুমার বসু: না কতগুলো জিনিস আছে, যেমন মডার্নিজম যে জিনিসগুলোকে প্রমোট করতো, সেগুলোকে অস্বীকার করেছে, যেমন মডার্নিজমে পরিবেশ সম্পর্কে কোন চিন্তাই ছিল না, মডার্নিজমের একটা অভিপ্রায়ও ছিল যে পরিবেশকে লুটেপুটে খাও। যার কারণে আমাদের নদীগুলোতে কিছু বাঁধটাধ তৈরি হয়েছে। পোস্টমডার্নিস্টরা প্রথম এ সম্বন্ধে আমাদের চোখ খুলে দিয়েছে। মডার্নিস্টরাও অবশ্য কেউ কেউ বলেছে; তবে কথা হলো যে, ব্যাপকভাবে পরিবেশের সঙ্গে সহাবস্থান না করলে তো আর হবে না।

ওবায়েদ আকাশ: পোস্টমডার্নিজমের মূল কনসেপ্টটাই শেকড়ে ফিরে যাওয়া। এমন কিছু ধারণা করে বেশ হইহট্টগোল চলেছে কিছুদিন।

উৎপলকুমার বসু: শেকড়ে ফিরে যাওয়ার মানেটা কী? মানে তুমি ট্রাডিশনাল নলেজের কাছ থেকে শেকড় গ্রহণ করো। মডার্নিস্টরা তা করে না। মডার্নিস্ট নলেজ হচ্ছে অত্যন্ত করাপ্ট, অত্যন্ত আন-ব্যালান্সড, অত্যন্ত ক্ষতিকারক। শুধু তোমার প্রজন্ম নয়, তোমার পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম বিশাল ক্ষতিকারক রাস্তায়। তৈরি প্রকৃতি পরিবেশ আত্মীয়স্বজন এদের সঙ্গে হারমনিটা না থাকতে পারে, এক রক্তের, এক…।

ওবায়েদ আকাশ: কেবল সাহিত্য কিংবা চিত্রকলার ক্ষেত্রেই নয়, কনসেপ্টটা কিন্তু আমাদের পরিবারনীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিসহ সব ক্ষেত্রেই…।

উৎপলকুমার বসু: হ্যাঁ, সব। সব ক্ষেত্রেই প্রযোজ্য।

ওবায়েদ আকাশ: আমরা কি ধরে নেব এটা মডার্নিজম পরবর্তী একটা সময়ের শুরু, নাকি একটি ধারণা যার কোনো শুরু বা শেষ সময় বলতে কিছু নেই?

উৎপলকুমার বসু: মডার্নিজম পরবর্তী সময় এটা ইউরোপের কনটেক্সটে বলা যায়, বাংলাদেশের বেলায় কিন্তু নয়। আমি কয়েক বছর লন্ডনে কাটিয়ে এসেছি, সেখানে কিন্তু এটা ওদের সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। এখন কিন্তু ওখানে কারো পক্ষে সম্ভব নয় একটা গাছ কেটে ফেলা। ওটা একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে। শুধু ইউরোপ বলে না, আমি তুরস্কে গিয়ে দেখেছি, ওরা একটা গাছকে কী যত্ন করে রাখে, ভাবা যায় না। তুরস্কের একটা গল্প বলি, আমি একদিন হাঁটছি একটা পার্কের মধ্যে দিয়ে, বিশাল পার্ক, শহরের মধ্যে, হঠাৎ আমার গায়ের ওপর একটা ফল এসে পড়ল, আমি সেটা তুলে নিয়ে ভেঙে দেখছি এটা কী ফল, তো আমার পাশ দিয়ে এক ভদ্রলোক যাচ্ছিলেন, উনি দেখে ইংরেজিতে বললেন, ওখানে তো বেশি ইংরেজি বলে না, উনি ইংরেজিতে বললেন, don’t eat. উনি হয়তো ভেবেছেন, আমরা ভারতীয় তো, ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় ওটা আবার খেয়ে ফেলতে পারি। তো আমি ওনাকে বললাম, কেন? উনি আমাকে বললেন, এই ফলে বিষ, সত্য মিথ্যা জানি না, তবে উনি আমাকে ভয় দেখিয়ে গেলেন।

ওবায়েদ আকাশ: ইন্টারেস্টিং… পোস্টমডার্ন বাংলা কবিতা সংকলনে কিছু শর্তের উল্লেখ আছে। যে শর্তগুলো পড়লে বিভাজন করা যাবে কোনটি পোস্টমডার্ন কবিতা কোনটি নয়।

উৎপলকুমার বসু: কবি হিসাবে আমার প্রথম কাজই হচ্ছে ঐ শর্তগুলো ভেঙে দেয়া।

ওবায়েদ আকাশ: তাহলে ঐ সংকলনে আপনার যে কবিতাগুলো ঠাঁই পেয়েছে, সেগুলো কি আপনি শর্ত মেনে লেখেননি? তাছাড়া কবিতা বা যে কোন সৃষ্টিশীল কাজের বেলায় কি কোন শর্ত মেনে চলা সম্ভব?

উৎপলকুমার বসু: আমি শর্তগুলো দেখিনি। তবে আমি কোন কাজকে বিচ্ছিন্ন বা আলাদা কাজ বলে দেখি না, সেটা কবিতা লেখাই হোক, রাজনৈতিক কাজই হোক। আমি সবকিছুকে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করি। এটা আমার স্বভাবের জন্যে। যেমন পশ্চিমবঙ্গের যারা প্রাতিষ্ঠানিক লেখক তাদের সঙ্গে যে আমার খুব একটা বিরোধ আছে তা নয়, তারা অনেকেই আমাকে ভালবাসেন, আমিও তাদের খুব শ্রদ্ধা করি, বড় ধরনের বিরোধ কিছু নেই।

ওবায়েদ আকাশ: আপনি নিজে কি প্রাতিষ্ঠানিক লেখক নন?

উৎপলকুমার বসু: আমি প্রাতিষ্ঠানিক লেখক নই, তবে একবার আমাকে একজন বলেছিল, সেখানে মেইন স্ট্রিম-মেইন স্ট্রিম নিয়ে কথা হচ্ছিল, সে আমাকে বলেছিল, আচ্ছা আপনি কী করে জানছেন যে আপনি মেইন স্ট্রিম লেখক? তাতে আমি খুব বিস্মিত এবং ভীত হয়ে পড়লাম। কারণ, ইতোমধ্যে যারা লেখালেখি করে নামটাম করেছে, তারা সহজে তো আর তাদের আসনটা ছেড়ে দিতে চায় না; এ নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে গেল, তখন আমি বললাম: না না আমি মেইন স্ট্রিম লেখক নই।

ওবায়েদ আকাশ: মেইন স্ট্রিম লেখক এবং প্রাতিষ্ঠানিক লেখক এদেরকে আপনি কীভাবে আলাদা করেন?

উৎপলকুমার বসু: প্রাতিষ্ঠানিক লেখক বলতে আমি তাদেরকে ধরি, যারা খবরের কাগজে কাজ করে, শুধু কাজ করে না, সেই কাজ করার ক্ষমতা খাটিয়ে লেখক হয়।

ওবায়েদ আকাশ: মেধা দিয়ে যারা লেখক হয় মেধা কি এক ধরনের ক্ষমতা নয়?

উৎপলকুমার বসু: না না মেধা দিয়ে লেখক হওয়া যায় না, লেখক হতে হয় সংবেদনশীলতা দিয়ে। সংবেদনশীল মানুষ ক্ষমতায় বিশ্বাস করে না।

ওবায়েদ আকাশ: আপনি প্রাতিষ্ঠানিকতা নিয়ে বলছিলেন। অনেক খ্যাতনামা ভাল লেখক কিন্তু জীবনভর প্রতিষ্ঠানে কাজ করেছেন।

উৎপলকুমার বসু: কখনো কখনো কোন ব্যক্তিও প্রতিষ্ঠান হয়ে উঠতে পারেন। আমার আপত্তিটা ওখানেই যখন তিনি অভিভাবকত্ব দেখাতে শুরু করেন। কেউ কেউ প্রতিষ্ঠানে কাজ করে এবং সেই সূত্রে বিখ্যাত লেখক হয়ে ওঠে, এবং মারা যাবার পর লোকে তাকে এক মাসের মধ্যে ভুলে যায়। এই সূত্রে একটা কথা বলি, আমাদের দেশ পত্রিকার সম্পাদক ছিল, এগুলো আবার ছাপিয়ো না, একটু রয়েসয়ে ছাপিয়ো, সাগরময় ঘোষ, মানে এত ক্ষমতাশালী ছিলেন, যে কোন প্রধানমন্ত্রীরও… তো সাগরময় ঘোষ মারা যাবার পর, তার শশ্মানে মাত্র আট জন লোক উপস্থিত হয়েছিল। তার মধ্যে চারজন ছিল তার ফ্যামিলির লোক। আর শক্তি চট্টোপাধ্যায় যখন মারা যায়, তখন হাজার হাজার লোক বেরিয়ে এসেছিল রাস্তায়।

ওবায়েদ আকাশ: আপনাদের পশ্চিমবঙ্গে সুবিমল মিশ্র নিজেকে প্রতিষ্ঠানবিরোধী লেখক বলে মনে করেন। বাংলাদেশেও তার একটা অনুসারী গ্রুপ তৈরি হয়েছে। আপনি কি মনে করেন সুবিমল প্রতিষ্ঠানবিরোধী লেখক?

উৎপলকুমার বসু: সুবিমল যদি নিজেকে প্রতিষ্ঠানবিরোধী বলে অভিনয় করে, তাহলে আমি তার আপত্তি করার কে?

ওবায়েদ আকাশ: আপনি কী মনে করেন, সুবিমল মিশ্রের পরিণতি কার মতো হবে। শক্তি চট্টোপাধ্যায় নাকি সাগরময় ঘোষের মতো?

উৎপলকুমার বসু: না, শোন, কোন জিনিসই কখনো অবলুপ্ত হয়ে যায় না। থেকে যায়। সুবিমল যে সামান্য কিছু লিখেছে নতুন কিছু লিখেছে তার…।

ওবায়েদ আকাশ: প্রতিষ্ঠানবিরোধী হওয়ার অন্যতম শর্ত কি প্রতিষ্ঠিত পত্রপত্রিকায় লেখালেখি না করা?

উৎপলকুমার বসু: না, আমি শুনেছি যে, কোলকাতায় যে সমস্ত বড় বড় পত্রিকা আছে, তার কর্মীদের অন্য কোন পত্রিকায় লিখতে মানা। তুমি যাই বলো না কেন, যা বলেই গালাগাল দেও না কেন, আমি এমনও শুনেছি যে, লেখা ছিঁড়ে ফেলে দেয়া হয়েছে। যখন শুনেছে যে, ‘ক’ কাগজের কর্মী ‘খ’ কাগজে লিখেছে বা অমুক পত্রিকার পুজো সংখ্যাতে লিখেছে। এগুলো ঘটছে কিছু কিছু কাগজের বেলায়। আর লিটলম্যাগকর্মীদের মধ্যে গোষ্ঠীবদ্ধতা থাকে, সমমনাদের লেখা তারা ছেপে থাকে।

ওবায়েদ আকাশ: আনন্দবাজার গ্রুপের ‘দেশ’ পত্রিকা একটি বিশাল প্রতিষ্ঠান, আপনি সেখানে লেখেন। আপনি কি ‘দেশ’-এ লিখেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, নাকি লিটল ম্যাগাজিনে?

উৎপলকুমার বসু: আমি সব পত্রিকায়ই লিখি, এবং স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে লিটল ম্যাগাজিনগুলোতে যেটা হয়, ওরা আমার সঙ্গে আলোচনা করে, কথা বলে, অন্যদিকে ‘দেশ’ পত্রিকা হয়তো একটা ডাকে চিঠি পাঠিয়ে দিল। এই রকম।

ওবায়েদ আকাশ: ‘দেশ’ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষের কথা আপনি একটু আগে বলেছেন। তার মৃত্যুর পর পরিবারের চারজনসহ মাত্র ৮ জন মানুষ হয়েছিল। কিন্তু সম্পাদক থাকা অবস্থায় তিনি প্রায় প্রধানমন্ত্রীর সমান ক্ষমতাধর ছিলেন। তার পত্রিকায় লিখতে কি আপনি নীতিগতভাবে একটুও কুণ্ঠিত হন না?

উৎপলকুমার বসু: না, এই মাত্র দু’দিনের ব্যাপার। তবে উনি কিন্তু খুব ভাল লিখতেন।

ওবায়েদ আকাশ: আপনার কবিতায় হয়তো ব্যবহারের গুণে, শব্দগুলো অনেক শক্তি ধারণ করে। শব্দগুলোর উল্লম্ফন ক্ষমতা অনেক তীব্র। এক্ষেত্রে সমসাময়িককালে আপনার কবিতার এই শব্দ নিয়ে খেলা সম্পর্কে আমার মধ্যে অনেক কৌতূহল। এত ক্ষমতা কী করে অর্জন করা যায়?

উৎপলকুমার বসু: এটা তোমার গুণ। তুমি পাঠক হিসাবে এত বেশি গুণবান যে, আমার লেখায় যে ফল্সগুলো থাকে সেগুলো তুমি দেখতে পাও না। তবে যদি বলো, আমি আমার কথা বলতে পারি যে, আমার পাঠকের ওপরে আমার গভীর বিশ্বাস। আমি আমার কবিতায় গ্যাপগুলোকে ইচ্ছা করেই রেখে দিই। যে যেমন ইচ্ছা ভর্তি করে নিক। আমি লিখে গেলাম একজন পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল, দুপুরের ভাতটাত খেয়ে এই জিনিস হবে না। তাকে একটু উঠে বসে ভাবতে হবে।

ওবায়েদ আকাশ: আপনি আপনার লেখালেখির ক্ষেত্রে দেশী-বিদেশী কোন লেখকদের অবদানকে বেশি স্বীকার করেন?

উৎপলকুমার বসু: দেখো, বিদেশী লেখকদের একটা জিনিস আমাকে খুব আকর্ষণ করে। সেটা হচ্ছে তাদের সাহস। এই সাহস আমি এখানকার মানে ভারতবর্ষের লেখকদের মধ্যে দেখি না। কত প্রতিকূলতার মধ্যে বিদেশী লেখকরা, শুধু লেখকরা নন, যারা ছবি আঁকেন, ভ্যানগগ কত প্রতিকূলতার মধ্যে ছবি এঁকেছেন, রিলকের মতো কবি, কোন চাকরি করেনি, এর ওর সাহায্যে থেকেছে, নিজের লেখা ছাড়া অন্য কিছু ভাবেনি। এই ডেডিকেশনটা এখানকার খুব কম লেখকদের মধ্যে আছে। এখানকার কনটেক্সট আলাদা। কিন্তু ইউরোপীয়দের কনটেক্সট আলাদা। যেখানে সামান্য একটা বিশ্বাসের জন্য, সত্যের জন্য বিষ খায়, আত্মহত্যা করে।

ওবায়েদ আকাশ: আপনি কি সে-রকম কোন বিশ্বাস বা সাহস ভেতরে লালন করেন?

উৎপলকুমার বসু: খুব আকৃষ্ট হই। তবে এত কিছু বলাকওয়ার পরেও আমি তো একজন ভারতীয়, খুব ভীতু প্রকৃতির লোক। একজন সাহসী লোককে দেখে হাততালি দেই। তবে যদি অগ্রজ কবি লেখকদের কথা বলো, টিএস এলিঅট, এজরা পাউন্ড, জেমস জয়েস… এদের লেখাই আমাকে আকৃষ্ট করে। তাছাড়া আমি যেহেতু ইংরেজির ছাত্র, কোন লেখাই ধারাবাহিকভাবে পড়িনি। এমনকি আমি বাংলা সাহিত্যও ওইভাবে ধারাবাহিকভাবে পড়িনি।

ওবায়েদ আকাশ: আপনি বাঙালি কোন লেখকদের কথা তো বললেন না?

উৎপলকুমার বসু: সতীনাথ ভাদুড়ী। তার জাগরী একটি অসাধারাণ রচনা।

ওবায়েদ আকাশ: কেন ঢোঁড়াই চরিত মানস?

উৎপলকুমার বসু: না না, ঢোঁড়াই চরিতের কথা অনেকে বলে।

ওবায়েদ আকাশ: কবিদের মধ্যে কার কথা বলবেন?

উৎপলকুমার বসু: জীবনানন্দ দাশ। সাহিত্যিকদের মধ্যে আর একজন আছেন- কমলকুমার মজুমদার। এই তো সতীনাথ ভাদুড়ী, জীবনানন্দ দাশ, কমলকুমার মজুমদার- এই তিনজনের অবদানই তো আমার জীবনে যথেষ্ট।

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত