গাছ রাতে অক্সিজেন তৈরি করে : ইমরান খানের মন্তব্যে হাসির রোল
সোশাল মিডিয়া সম্প্রতি উত্তাল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যে। ফেসবুক টুইটারে ইতিমধ্যে দেখা দিয়েছে হাসির ফোয়ারা সঙ্গে ট্রোলের বন্যা। এক অনুষ্ঠানে জোর গলায় প্রধানমন্ত্রী বলেন, ”দারাখত রাত মে অক্সিজেন দেতা হ্যায়” প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে ‘নতুন বৈজ্ঞানিক আবিষ্কার’ বলে মনে করছেন নেটিজেনরা। প্রধানমন্ত্রী একটি স্কলারশিপের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন, সেখানেই বেফাঁস এই মন্তব্য করে বসেন ইমরান খান।
Trees produce oxygen at night: Einstein Khan. pic.twitter.com/Kqb3ODLySY
— Naila Inayat (@nailainayat) November 27, 2019
জনগণ সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে বলেন, অন্যকে উপহাস করার আগে তাঁর বিজ্ঞানের জ্ঞানকে সংশোধন করা উচিত। কেউ অক্সফোর্ডের স্নাতক হলে কীভাবে এইরকম ভুল করতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়, আবার কেউ কেউ খানকে নোবেল পুরষ্কার দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
