| 8 অক্টোবর 2024
Categories
খবরিয়া বিনোদন

মুম্বাই পুলিশকে ২ কোটি টাকা দান করলেন অক্ষয় কুমার

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

করোনা মোকাবিলায় PM Cares তহবিলে ২৫ কোটি টাকার পর এবার মুম্বাই পুলিশকে ২ কোটি টাকা দান করলেন অক্ষয় কুমার।
করোনা রুখতে আইন শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে প্রাণ হারিয়েছেন মুম্বাই পুলিশের দুই হেড কনস্টেবল চন্দ্রকান্ত পেন্দুরকর এবং সন্দীপ সুর্ভে। তাঁদের কথা মাথায় রেখেই এই বিশাল অঙ্কের টাকা দান করলেন অক্ষয়। একথা নিজে টুইট করে জানিয়েছেন অক্ষয় কুমার।

বলিউড সুপারস্টারের এই অনুদানের জন্য তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের পক্ষ থেকেও পাল্টা টুইট করে ধন্যবাদ জানানো হয়।

এরআগে PM Cares তহবিলে ২৫ কোটি টাকা অনুদানের পর টুইট করে অক্ষয় কুমার জানিয়েছিলেন যে—এই সময় সবচেয়ে জরুরি মানুষের জীবন। তিনি সকলকে সকলের জীবন বাঁচানোর জন্য এগিয়ে আসতে বলেছিলেন।

তারপরেও নানাভাবে করোনা মোকাবিলায় দেশের পাশে থেকেছেন তিনি। এরই মধ্যে ফের তিনি মুম্বাই পুলিশ ফাউন্ডেশনে দান করলেন ২ কোটি টাকা।

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত